ঝড়ো ব্যাটিংয়ে ‍লিটনের অর্ধশত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮
ঝড়ো ব্যাটিংয়ে ‍লিটনের অর্ধশত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ। ঝড়ো ব্যাটিংয়ে ‍লিটন অর্ধশত পূরণ করেছেন।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে তামিম-লিটন দুর্দান্ত শুরু করেন। তবে আগের ম্যাচের মতোই জীবন পেয়ে এবারও কাজে লাগাতে পারেননি তামিম। ১৩ রানে জীবন পেয়ে আউট হয়ে যান ১৫ রানে। স্পিন আক্রমণে এনে প্রথম ওভারেই সফল ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিনার ফ্যাবিয়ান অ্যালেন শুরু করেছিলেন ওয়াইড দিয়ে। পরের বলটি ছিল লেংথ বল। তামিম চেয়েছিলেন পুল করে মিড উইকেট দিয়ে ওড়াতে। কিন্তু পারেননি বৃত্তের ভেতরের ফিল্ডারকে ফাঁকি দিতে। ক্যাচ নিয়েছেন কটরেল। ১৬ বলে ১৫ রান করে আউট হলেন তামিম।

এরপর দলের হাল ধরেন লিটন- সৌম্য। লিটন ঝড়ো ব্যাটিং করে ২৬ বলে তার অর্ধশত তুলেন নেন। বাংলদেশ ৮ অভাবে ৮০ রান করেছে।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শেই হোপ ড্যারেন ব্র্যাভো, শেমরন হেটমায়ার, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালান, কেমো পল, শেল্ডন কর্টরেল, ওশান টমাস।


শেয়ার করুন :