রশিদের হ্যাট্রিক ম্যাচে আয়ারল্যান্ডকে হোয়াটওয়াশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
রশিদের হ্যাট্রিক ম্যাচে আয়ারল্যান্ডকে হোয়াটওয়াশ

ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড

টি-২০ তে আস্তে আস্তে শক্তিশালী দল হয়ে ওঠা আফগানিস্তান ফের নিজেদের তকমা দেখালো। তিন ম্যাচ টি-২০ সিরিজে শেষ খেলায় রশিদের হ্যাট্রিক ও নবীর দুর্দান্ত ইনিংসের সুবাদে আয়ারল্যান্ডকে হোয়াটওয়াশ করেছে আফগানিস্তান।

ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস হেরে ব্যাট করতে নেমে উসমান গনির সঙ্গে ৪৬ রানের উদ্বোধনী জুটিতে আফগানিস্তানকে ভালো শুরু এনে দেন হজরতউল্লাহ জাজাই। গনিকে এলবিডব্লিউ করে ৪.১ ওভার স্থায়ী জুটি ভাঙেন বয়েড র‌্যানকিন।

এসেই বোলারদের ওপর চড়াও হওয়া নাজিব তারাকাই ফিরে যান দুই চার ও এক ছক্কায় ১৭ রান করে। আগের ম্যাচে খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি করা জাজাই শুরু করেছিলেন এই ম্যাচেও। তবে এবার ৩১ রানে বাঁহাতি এই ওপেনারকে থামান র‌্যানকিন।

দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তানকে পথ দেখান নবী। অফ স্পিনিং অলরাউন্ডার সাত ছক্কা ও ছয় চারে ফিরেন ৩৬ বলে ৮১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে।

৩ উইকেট নিলেও খরুচে বোলিংয়ে ৫৩ রান দেন র‌্যানকিন। আঁটসাঁট বোলিংয়ে ২৬ রানে এক উইকেট নেন জর্জ ডকরেল।

afganistan

বড় রান তাড়ায় শুরুতেই পল স্টার্লিংকে হারায় আয়ারল্যান্ড। দ্বিতীয় উইকেটে অ্যান্ডি বালবার্নির সঙ্গে ৯৬ রানের জুটিতে দলকে কক্ষপথে রাখেন ও’ব্রায়েন। ৭ চারে ৩৩ বলে ৪৭ রান করা বালবার্নিকে বোল্ড করে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন জিয়াউর রহমান।

জয়ের জন্য শেষ ৫ ওভারে ৬৯ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। সেই পাঁচ ওভারের তিনটি ছিল রশিদের। তাই একটু এগিয়ে ছিল আফগানিস্তানই। তবে ও’ব্রায়েন ক্রিজে থাকায় আশায় ছিল আইরিশরা।

ষোড়শ ওভারে বোলিংয়ে ফিরে শেষ বলে ও’ব্রায়েনকে কট বিহাইন্ড করে শিকার ধরেন রশিদ। ৪৭ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৭৪ রান করে ফিরেন ও’ব্রায়েন। পরের ওভারের প্রথম দুই বলে আফগান লেগ স্পিনার তুলে নেন ডকরেল ও শেন গেটকেটের উইকেট। হয়ে যায় হ্যাটট্রিক। পরের বলে ফেরান সিমি সিংকে। নিজের শেষ ওভারে ফিরে বিদায় করেন জন লিটলকে।

২৭ রানে পাঁচ উইকেট নেন রশিদ। টি-টোয়েন্টি আগের পাঁচ উইকেট ছিল আয়ারল্যান্ডের বিপক্ষেই। ২০১৭ সালের মার্চে গ্রেটার নয়ডায় ৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন সময়ের অন্যতম সেরা এই স্পিনার।

শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস, পাকিস্তানের উমর গুল ও ইমরান তাহিরের পর চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে একাধিকবার পাঁচ উইকেট নিলেন রশিদ।

বিস্ফোরক ব্যাটিং আর আঁটসাঁট বোলিং নবীকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার। প্রথম ম্যাচেও সেরার পুরস্কার জেতা এই অলরাউন্ডারের হাতে উঠে সিরিজ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ২১০/৭ (জাজাই ৩১, গনি ১৩, তারাকাই ১৭, আফগান ২০, নবী ৮১, জাদরান ১২, শফিকউল্লাহ ১২, রশিদ ৭*, আশরাফ ৩*; সিমি ০/৫, র‍্যানকিন ৩/৫৩, চেইস ১/৩৮, লিটল ০/৪৫, টম্পসন ০/১৬, ডকরেল ১/২৬, গেটকেট ১/২১)

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৭৮/৮ (স্টার্লিং ১০, ও’ব্রায়েন ৭৪, বালবার্নি ৪৭, টম্পসন ১, ডকরেল ১৮, গেটকেট ২, পয়েন্টার ১০*, সিমি ০, লিটল ৬, র‍্যানকিন ২*; জিয়া ২/৪২, শিরজাদ ০/৪২, আশরাফ ০/৩৯, নবি ০/২৮, রশিদ ৫/২৭)

ফল: আফগানিস্তান ৩২ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে আফগানিস্তান জয়ী

ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ নবী

ম্যান অব দা সিরিজ: মোহাম্মদ নবি


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-২০ তে ২৭৮ রান করে আফগানিস্তানের বিশ্ব রেকর্ড

টি-২০ তে ২৭৮ রান করে আফগানিস্তানের বিশ্ব রেকর্ড

বিশ্ব রেকর্ডের ম্যাচে আফগানিস্তানের দুর্দান্ত জয়

বিশ্ব রেকর্ডের ম্যাচে আফগানিস্তানের দুর্দান্ত জয়

সহজ ম্যাচ কঠিন করে শেষ বলে জিতলো অস্ট্রেলিয়া

সহজ ম্যাচ কঠিন করে শেষ বলে জিতলো অস্ট্রেলিয়া

অলরাউন্ডার নবির নৈপুণ্যে আফগানিস্তানের জয়

অলরাউন্ডার নবির নৈপুণ্যে আফগানিস্তানের জয়