সিরিজ জিততে মরিয়া অস্ট্রেলিয়া, সমতা চায় ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
সিরিজ জিততে মরিয়া অস্ট্রেলিয়া, সমতা চায় ভারত

সহজ ম্যাচ কঠিন করে সিরিজের প্রথম টি-২০ শেষ বলে জিতে নেয় অস্ট্রেলিয়া। ফলে ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অসিরা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে চায় অস্ট্রেলিয়া। তবে হাল ছাড়তে নারাজ ভারত। দ্বিতীয় ও শেষ টি-২০ জিতে সমতায় সিরিজ শেষ করার লক্ষ্য ভারতের। ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০।

নিজেদের কন্ডিশনের জন্যই সিরিজে ফেভারিট ছিলো ভারত। কিন্তু বিশাখাপত্তমে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে পুরোপুরিই ব্যর্থ স্বাগতিক ব্যাটসম্যানরা। টপ-অর্ডারদের ব্যর্থতায় ২০ ওভার বাটিং করে ৭ উইকেটে মাত্র ১২৬ রানের সংগ্রহ পায় ভারত।

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও ঋসভ পান্থের মত বিধ্বংসী ব্যাটসম্যানরা থাকার পরও ভারতের এই সংগ্রহ হাস্যকরই ছিলো।

ভারতের কাছ থেকে মামুলি টার্গেট পেয়ে সেটি সহজে করে ফেলার পথে হাটতে থাকে অস্ট্রেলিয়া। ১৩ দশমিক ৩ ওভারে ৩ উইকেটে ৮৯ রানও তুলে ফেলে অসিরা। কিন্তু এরপরই বল হাতে জ্বলে উঠে ভারতের বোলাররা। এ সময় ৩৩ বলে ২৪ রানের মধ্যে অস্ট্রেলিয়ার পরের ৪টি উইকেট তুলে নেয় তারা। এরমধ্যে পেসার জসপ্রিত বুমরাহ’র ২টি মূল্যবান উইকেট শিকার ছিলো।

আর শেষ ওভারে ম্যাচ জয়ের জন্য ১৪ রান প্রয়োজন পড়ে অস্ট্রেলিয়ার। হাতে ছিলো ৩ উইকেট। ভারতের পেসার উমেশ যাদব শেষ ওভারের প্রথম পাঁচ ডেলিভারি থেকে ১২ রান তুলে নেন ক্রিজে থাকা প্যাট কামিন্স ও জেই রিচার্ডসন। আর শেষ বলে ২ রান নিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন কামিন্স।
এমন জয়ের পর বেশ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘দারুন এক জয়। এভাবে জয় পাওয়াটা অনেক আনন্দের। এই জয় পরের ম্যাচে ভালো করতে আমাদের অনুপ্রানীত করবে। সিরিজ শুরুর আগ থেকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। এই জয়ে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। দ্বিতীয় ম্যাচেও আমরা ভালো করতে পারবো বলে আশাবাদি। সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য।’

প্রথম ম্যাচ হেরে সিরিজ হারের মুখে ভারত। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করতে মুখিয়ে আছে টিম ইন্ডিয়া। এমনটাই বললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ‘সিরিজের শুরুটা আমাদের ভালো হয়নি। ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারায় আমাদের হাত থেকে ম্যাচ ছুটে যায়। তারপরও বোলাররা যেভাবে পারফরমেন্স করেছে, তা সত্যিই অপূর্ব। তবে দ্বিতীয় ম্যাচে দল ঘুড়ে দাঁড়াবে এবং জয় তুলে নিয়ে সিরিজ হার এড়াবে। সিরিজ হার এড়াতে আমরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না।’

এখন অবধি ৭টি টি-২০ সিরিজ খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। এরমধ্যে ৩টিতে ভারত ও ১টিতে জয় পায় অসিরা। বাকি ৩টি সিরিজ ড্র হয়।

ভারত দল (সম্ভাব্য) :
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋসভ পান্থ, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্রা চাহাল, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, সিদ্বার্থ কাউল ও মায়াঙ্ক মারকানদে।

অস্ট্রেলিয়ার দল (সম্ভাব্য) :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক), জেসন বেহেনডর্ফ, নাথান কটলার-নাইল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা, নাথান লিঁও, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জেই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’আর্চি শর্ট, মার্কাস স্টোয়িনিস, অ্যাস্টন টার্নার ও অ্যাডাম জাম্পা।


শেয়ার করুন :


আরও পড়ুন

কাশ্মীরে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানালো ভারত-অস্ট্রেলিয়া

কাশ্মীরে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানালো ভারত-অস্ট্রেলিয়া

সহজ ম্যাচ কঠিন করে শেষ বলে জিতলো অস্ট্রেলিয়া

সহজ ম্যাচ কঠিন করে শেষ বলে জিতলো অস্ট্রেলিয়া

ওয়ানডে লড়াইয়ের প্রস্তুতি টি-২০ দিয়ে সাড়তে চায় ভারত-অস্ট্রেলিয়া

ওয়ানডে লড়াইয়ের প্রস্তুতি টি-২০ দিয়ে সাড়তে চায় ভারত-অস্ট্রেলিয়া

টি-২০ তে ২৭৮ রান করে আফগানিস্তানের বিশ্ব রেকর্ড

টি-২০ তে ২৭৮ রান করে আফগানিস্তানের বিশ্ব রেকর্ড