নতুন ফরম্যাটে বিবিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৬ জুলাই ২০১৯
নতুন ফরম্যাটে বিবিএল

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ বিগ ব্যাশ লিগের (বিবিএল) ফরম্যাটে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত ফরম্যাট অনুযায়ী ২০১৯-২০ মৌসুমের বিবিএল অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় এ টি-২০ ফরম্যাট এবার নবমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে এবারের আসর। বরাবরের মত ৮টি ফ্র্যাঞ্চাইজি নিয়মিত ৫৬টি ম্যাচ খেলবে।

নতুন ফরম্যাট অনুযায়ী পাঁচটি দল ফাইনালের সাথে সম্পৃক্ত হবে। এক্ষেত্রে নির্ধারিত লিগ পর্বের খেলা শেষে শীর্ষ দুই দলের সামনে ফাইনালে খেলার বাড়তি দু’টি সুযোগ থাকবে।

লিগের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দল দু’টি নতুন নিয়মানুযায়ী ‘এলিমিনেটর’ খেলবে। এলিমিনেটর বিজয়ী তৃতীয় স্থানে থাকা দলটির সাথে ‘দ্য নক-আউট’ খেলবে।

প্রথম ও দ্বিতীয় স্থানে দল দু’টি ‘দ্য কোয়ালিফায়ার’ এ একে অপরের মোকাবেলা করবে। এ ম্যাচে পরাজিত দলটি ‘দ্য চ্যালেঞ্জার’-এ নক আউটের বিজয়ী দলের সাথে খেলবে।

ফাইনাল অনুষ্ঠিত হবে চ্যালেঞ্জার ও কোয়ালিফায়ারের বিজয়ী দুই দলের মধ্যে।

এ সম্পর্কে বিবিএল প্রধান অ্যালিস্টার ডবসন বলেছেন, বেশ কিছুদিনের অভিজ্ঞতা ও পরীক্ষা-নিরীক্ষার পর আমরা নতুন এ ফরম্যাটে শুরু করতে যাচ্ছি। এর ফলে সমর্থকরা আরও বেশি করে তার প্রিয় দলের খেলা দেখার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, মৌসুমের সম্ভাব্য সেরা একটি সমাপ্তির লক্ষ্যেই আমরা এ ধরনের ফাইনাল ফরম্যাট তৈরি করেছি। এতে করে শীর্ষ দু’টি দল দুইবার করে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। একইসাথে এ ফরম্যাটটা অনেক বেশি চ্যালেঞ্জিং।

অ্যারন ফিঞ্চের মেলবোর্ন রেনেগেডস ২০১৮-১৯ মৌসুমে বিবিএলের শিরোপা জিতেছিল। এবারের আসর শুরু হবে ব্রিসবেন হিট বনাম সিডনি থান্ডার্সের ম্যাচের মধ্য দিয়ে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিগ ব্যাশকে বিদায় জানালেন শেন ওয়াটসন

বিগ ব্যাশকে বিদায় জানালেন শেন ওয়াটসন

আইপিএলে দুর্দান্ত আন্দ্রে রাসেল বিগ ব্যাশ থেকে বাদ!

আইপিএলে দুর্দান্ত আন্দ্রে রাসেল বিগ ব্যাশ থেকে বাদ!

ছক্কায় গ্যালারিতে শিশু আহত, অতপর... (ভিডিও)

ছক্কায় গ্যালারিতে শিশু আহত, অতপর... (ভিডিও)

শ্বাসরুদ্ধকর ফাইনালে প্রথমবার শিরোপা জিতল মেলবোর্ন রেনেগেডস

শ্বাসরুদ্ধকর ফাইনালে প্রথমবার শিরোপা জিতল মেলবোর্ন রেনেগেডস