বৃষ্টির আইনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৬ এএম, ০৫ আগস্ট ২০১৯
বৃষ্টির আইনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজ জয়

ছবি : গেটি ইমেজ

চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে জয় তুলে নিয়েছে ভারত। এ ম্যাচে জয়ের ফলে এক ম্যাচ বাকি রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো কোহলির নেতৃত্বাধীন ভারত।

রোববার (৪ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ভারত। ভারতের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার রোহিত শর্মা। ৫১ বল মোকাবেলা করে ৬টি চারের মার ও ৩টি ছক্কার মারে তিনি এ রান করেন।

এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। ২৩ বল মোকাবেলা করে ১টি চার ও ১টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া শিখর দেওয়ান ২৩ ও পান্ডিয়া অপরাজিত ২০ রান করেন।

১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে  ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। তবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে যায়।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে নেমে দুই ওপেনারই ব্যর্থ হন। সুনিল নারিন ১২ বলে ৪ রান করলেও এভিন লুইস সাজঘরে ফেরেন শূন্য রানে। এরপর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নিকোলাস পুরান কিছুটা রুখে দাঁড়ালেও তিনিও ফিরেন মাত্র ১৯ রানে।

উপরের সারির ব্যাটমস্যানরা ব্যাট হাতে ব্যর্থ হলেও ভারতীয় বলারদের ভালোই শাসন করেন রোভম্যান পাওয়েল। শেষ পর্যন্ত ৩৪ বলে ৫৪ রানে পান্ডিয়ার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। ৫৪ রানের মধ্যে ৬টি চারের মার ও ৩টি ছক্কার মার রয়েছে।

শেষ দিকে বৃষ্টি কমলেও বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৫ ওভারে ১২১ রানের লক্ষ্য দাঁড়ায়, যেখানে ১৫.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯৮ রান। ফলে ২২ রানে জয় পেয়ে যায় ভারত।

ম্যাচ সেরা হয়েছে ভারতের ক্রুনাল পান্ডিয়া। তিনি ৩.৩ ওভার বল করে ২৩ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি উইকেট।


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-২০ চ্যাম্পিয়নদের হারিয়ে দিল ভারত

টি-২০ চ্যাম্পিয়নদের হারিয়ে দিল ভারত

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত দলে ব্যাপক পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত দলে ব্যাপক পরিবর্তন

খেলা শুরুর আগেই দুঃসংবাদ উইন্ডিজ শিবিরে

খেলা শুরুর আগেই দুঃসংবাদ উইন্ডিজ শিবিরে

৫ ছক্কায় ২২ বলে ৫১ যুবরাজের

৫ ছক্কায় ২২ বলে ৫১ যুবরাজের