বাংলাদেশের টার্গেট ১৬৫, ওপেনিংয়ে মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশের টার্গেট ১৬৫, ওপেনিংয়ে মুশফিক

ফাইল ছবি

ত্রিদেশীয় টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য বাংলাদেশর সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৬৫ রান।

রোববার মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে মোহাম্মদ নবীর ৫৪ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংসে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে এ রান করে আফগনরা।

সাকিব-সাইফউদ্দিনের অ্যাকশনে শুরুতেই ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। প্রথম বলেই স্ট্যাম্প ওড়ালেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের প্রথম ওভার করতে এসে প্রথম বলেই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের অফ স্ট্যাম্পে আঘাত হানেন সাইফ।

ইনিংনের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলে হযরতউল্লাহ জাজাইকে ১ রানে ফেরান সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে নাজিব তারাকাইকে বাউন্ডারিতে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন সাইফউদ্দিন। ইনিংসের ষষ্ঠ ওভারে নাজিবুল্লাহ জাদরানকে সাকিব ফেরালে মোটামুটি ভালো চাপে পড়ে আফগানিস্তান।

তবে সেখান থেকে দলকে বিপদমুক্ত করার দায়িত্ব নেন নবী ও আসগর আফগান। দু'জনের ৭৯ রানের জুটিতে দলকে ম্যাচেও ফেরান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। ৩৭ বলে ৪০ রান করে আফগান ফিরলেও রীতিমতো ঝড় তোলেন নবী। ৫৪ বলে ৭ ছক্কা ও ৩ চারে ৮৫ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন নবী। আসগর-নবীর ব্যাটে ওপর ভর করে বাংলাদেশের সামনে ১৬৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় আফগানিস্তান।

বাংলাদেশি বোলারদের মধেঘ্য সাইফউদ্দিন ৪টি ও সাকিব ২টি উইকেট শিকার করেন।

এদিকে ১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে ওপেনার লিটন দাসের সঙ্গে ব্যাট হাতে মাঠে নেমেছে টাইগারদের উইকেট কিপার মুশফিকুর রহীম।


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানের উড়ন্ত সূচনার বিপরীতে জিম্বাবুয়ের টানা হার

আফগানিস্তানের উড়ন্ত সূচনার বিপরীতে জিম্বাবুয়ের টানা হার

আফগানিস্তান ম্যাচের আগে ডাক পেলেন রনি

আফগানিস্তান ম্যাচের আগে ডাক পেলেন রনি

১০২ বল হাতে রেখে ৫ রানে স্বপ্ন খোয়ালো টাইগার যুবরা

১০২ বল হাতে রেখে ৫ রানে স্বপ্ন খোয়ালো টাইগার যুবরা

আফিফের কানে ‌‘মন্ত্র’ দিয়েছিলেন কোচ-অধিনায়ক

আফিফের কানে ‌‘মন্ত্র’ দিয়েছিলেন কোচ-অধিনায়ক