দুঃসময়ে থাকা জিম্বাবুয়েকে হতাশ করলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯
দুঃসময়ে থাকা জিম্বাবুয়েকে হতাশ করলো ভারত

এক সময় জিম্বাবুয়ের সাথে অনেক ম্যাচ খেলেছে ভারত, ছবি : এপি-২০১৫

২০২০ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে তার আর হচ্ছে না! ভারত সেই সিরিজ খেললেও তা জিম্বাবুয়ের সাথে নয়, সিরিজ খেলা হবে শ্রীলঙ্কার সাথে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিআইসি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিসিআইসি জানিয়েছে, ২০২০ সালের জানুয়ারিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ভারতে যাচ্ছে শ্রীলঙ্কা। এ টি-২০ সিরিজ জিম্বাবুয়ের সাথে খেলার কথা থাকলেও আইসিসির নির্বাসিত করায় জিম্বাবুয়ের সাথে তারা আর খেলছে না। বরং জিম্বাবুয়ের পরিবর্তে দেশটিতে খেলতে যাবে শ্রীলঙ্কা।

ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ সমস্যার কারণে গত কয়েক মাস ধরে নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরই মাঝে তাদের সবধরনের বৈশ্বিক টুর্নামেন্ট থেকে সাময়িক বরখাস্ত করেছে আইসিসি। চলতি বছরের অক্টোবরে আইসিসির সভায় জিম্বাবুয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়ায় আইসিসি কর্তৃক আয়োজিত কোনো ধরনের টুর্নামেন্ট বা ম্যাচ খেলতে পারবে না জিম্বাবুয়ে। তবে দ্বিপাক্ষিক সিরিজ বা কোনো বোর্ডের আয়োজিত টুর্নামেন্ট খেলতে কোনো বাধা নেই। সেই সুযোগেই বাংলাদেশ সফরে এসে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলে গেল জিম্বাবুয়ে।

বাংলাদেশের পর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জানুয়ারিতে তাদের মিশন ছিল ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার। যার ফলে ভারতের মতো দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হতো জিম্বাবুয়ে। তবে তা আর হলো না। সিরিজ থেকে জিম্বাবুয়েকে বাদ দিয়ে শ্রীলঙ্কার সাথে এ সিরিজ খেলবে ভারত।

ভারতের জনপ্রিয় এনডিটিভির এক সংবাদে জানানো হয়, তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিসিআই। যার ফলেই জিম্বাবুয়ের পরিবর্তে শ্রীলঙ্কাকে নিয়ে এ সিরিজ খেলা চূড়ান্ত হয়েছে।

২০২০ সালের ৫ জানুয়ারি ভারতের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি ইন্দোরে এবং তৃতীয় ম্যাচ হবে ১০ জানুয়ারি পুনেতে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ পরিত্যক্ত, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

ম্যাচ পরিত্যক্ত, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

দায়িত্ব পেলে অধিনায়কত্বে প্রস্তুত মাহমুদউল্লাহ

দায়িত্ব পেলে অধিনায়কত্বে প্রস্তুত মাহমুদউল্লাহ

ব্যাটিংয়ে উন্নতি হলেও বোলিংয়ে সাকিবের অবনতি

ব্যাটিংয়ে উন্নতি হলেও বোলিংয়ে সাকিবের অবনতি

বাংলাদেশ সফরে আফগানিস্তানের মূল লক্ষ্য পূরণ হয়েছে

বাংলাদেশ সফরে আফগানিস্তানের মূল লক্ষ্য পূরণ হয়েছে