বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই কোহলি, অধিনায়ক রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৪ এএম, ২৫ অক্টোবর ২০১৯
বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই কোহলি, অধিনায়ক রোহিত

ফাইল ছবি

নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-২০ ও টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে। তার বদলে অধিনায়কত্ব করবেন ওপেনার রোহিত শর্মা।

টেস্ট সিরিজের দলে ফিরেছেন ব্যাটসম্যান সুবমান গিল, স্পিনার কুলদীপ যাদব ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋসভ পান্থ। টি-২০তে নতুন মুখ শিবম দুবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষেই গুঞ্জন উঠেছিল বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে খেলবে না বিরাট কোহলি। শেষ পর্যন্ত সেটিই সত্যিই হলো। তার বদলে আবারও দলের ব্যাক-আপ অধিনায়ক হিসেবে টি-২০তে দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ভারতকে সর্বশেষ নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

বিজয় হাজারে ট্রফিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে সম্প্রতি দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছেন অলরাউন্ডার দুবে। কর্নাটকের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে ছয় নম্বরে ব্যাট হাতে নেমে মাত্র ৬৭ বলে ৭টি চার ও ১০টি ছক্কায় ১১৮ রান করেন ২৬ বছর বয়সী এ বাঁ-হাতি ব্যাটসম্যান।

এছাড়া চার বছরের বেশি সময় পর টি-২০ দলে ফিরেছেন কেরালার উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ২০১৫ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর দল থেকে বাদ পড়েন স্যামসন।

টি-২০ সিরিজে বিশ্রাম নিলেও টেস্ট সিরিজের দলে অধিনায়ক হিসেবে থাকছেন কোহলি। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটিতে দলে ডাক পেয়েছিলেন বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিম। আরেক বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদবের ইনজুরিতে দলে সুযোগ পেয়ে অভিষেক ম্যাচও খেলেন তিনি।

কুলদীপের সাথে টেস্ট দলে ফিরলেন পান্থ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলে ছিলেন না পান্থ। ঐ সিরিজে দলের অটোমেটিক চয়েস ছিলেন ঋদ্ধিমান সাহা। তিনি ফেরায় পান্থকে দল থেকে ছিটকে পড়তে হয়।

আসন্ন সিরিজের জন্য পেসার জসপ্রিত বুমরাহ ও অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়াকে বিবেচনা করেনি ভারতীয় নির্বাচকরা। কারণ, চলতি মাসেই আমেরিকায় পিঠের অস্ত্রোপচার করিয়েছেন বুমরাহ ও পান্ডিয়া। ফলে খেলার জন্য এখনো পুরোপুরিভাবে ফিট নন তারা।

আগামী ৩ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। আর ১৪ নভেম্বর প্রথম এবং ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

ভারত টি-২০ দল
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সানজু স্যামসন, শ্রেয়াস আইয়ার, মনিষ পান্ডিয়া, ঋসভ পান্থ, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, রাহুল চাহার, দিপক চাহার, খলিল আহমেদ, শিবম দুবে ও শারদুল ঠাকুর।

ভারত টেস্ট দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, সুবমান গিল ও ঋসভ পান্থ।


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-২০ সিরিজ খেলছে না সাইফউদ্দিন, নিশ্চিত করলো বিসিবি

টি-২০ সিরিজ খেলছে না সাইফউদ্দিন, নিশ্চিত করলো বিসিবি

ভারত সফরের প্রস্তুতিতে শুক্রবার মাঠে ফিরছেন সাকিবরা

ভারত সফরের প্রস্তুতিতে শুক্রবার মাঠে ফিরছেন সাকিবরা

কোহলিদের দায়িত্ব নিয়েই যা বললেন সৌরভ গাঙ্গুলি

কোহলিদের দায়িত্ব নিয়েই যা বললেন সৌরভ গাঙ্গুলি

‘কলকাতার টেস্টে শেখ হাসিনা বেল বাজাবেন’

‘কলকাতার টেস্টে শেখ হাসিনা বেল বাজাবেন’