অর্থের অভাবে আগুয়েরোতেই আস্থা বার্সার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ পিএম, ২২ মে ২০২১
অর্থের অভাবে আগুয়েরোতেই আস্থা বার্সার

কিছুদিন ধরেই বেশ গুঞ্জন ছিল, তবে এবার আর গুঞ্জন নয়। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যাচ্ছেন তা প্রায় নিশ্চিত।  আগুয়েরোর বার্সেলোনায় যাওয়ার খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যমগুলো। 

দীর্ঘদিন ধরেই ফরোয়ার্ড লাইনে একজন পরীক্ষিত পারফর্মারের খুঁজে ছিল বার্সেলোনা। গেল দলবদলে লুইস সুয়ারেজকে ছেড়ে দেয়ার পর একজন ফরোয়ার্ড এর অভাব বড্ড অনুভব করছিল দলটি। লুইস সুয়ারেজের কাছে বার্সেলোনার অনেক প্রত্যাশা ছিল, তবে পূরণ করতে ব্যর্থ হন সুয়ারেজ। 

সুয়ারেজের বিদায়ের পর বার্সেলোনা আস্থা রেখেছিল ড্যানিশ ফরোয়ার্ড  মার্টিন ব্র্যাথওয়েটের উপর। তবে আস্থার প্রতিদান রাখতে পারেননি তিনিও। পুরো মৌসুমে তিনি করেছেন মাত্র ৭ গোল। 

সবকিছু মিলিয়ে, এবার বার্সার আস্থা অভিজ্ঞ ফরোয়ার্ড আগুয়েরোর উপর। যদিও বার্সার প্রথম পছন্দ ছিল বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আর্লিং হালান্ড। তবে ক্লাবের আর্থিক সমস্যার কারণে হালান্ডকে দলে ভেড়ানো আপাতত সম্ভব হয়নি বার্সার। 

ফ্রি এজেন্টেই  বার্সেলোনাই যোগ দিচ্ছে  আগুয়েরে। ম্যান সিটির প্রায় অর্ধেক বেতনে বার্সেলোনা ক্লাবে যোগ দিচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, বার্সার সঙ্গে তার চুক্তির অংকটা ৫ মিলিয়ন ইউরো (৫১ কোটি টাকা)। 

ক্লাবের পক্ষ থেকে অফিশিয়াল ভাবে এখনও বিবৃতি দেয়া না হলেও শোনা যাচ্ছে ম্যান সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেই মেডিকেল পরীক্ষার জন্য বার্সেলোনায় যাবেন এই ফরোয়ার্ড। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছর পর পর বিশ্বকাপ চায় সৌদি আরব

দুই বছর পর পর বিশ্বকাপ চায় সৌদি আরব

মৌসুমের শেষ ম্যাচে মেসিকে পাচ্ছে না বার্সেলোনা

মৌসুমের শেষ ম্যাচে মেসিকে পাচ্ছে না বার্সেলোনা

বার্সার কোচ হতেই কি ব্রাজিলকে 'না' জাভির

বার্সার কোচ হতেই কি ব্রাজিলকে 'না' জাভির

টানা দুই জয় এফসি ব্রাহ্মণবাড়িয়ার

টানা দুই জয় এফসি ব্রাহ্মণবাড়িয়ার