প্রথম প্রস্তুতি ম্যাচ মাঠে নামবে ফুটবল দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩২ পিএম, ২১ মার্চ ২০১৮
প্রথম প্রস্তুতি ম্যাচ মাঠে নামবে ফুটবল দল

পুরো দলকে মাত্র তিনটি সেশনের জন্য এক সঙ্গে পেয়েছেন অ্যান্ড্রু ওর্ড। কিছুদিন ধরে মামুনুলদের অনুশীলনে সরাসরি সংশ্লিষ্ট হয়েছেন এই অস্ট্রেলিয়ান কোচ। এমন স্বল্প পুঁজি নিয়েই আজ থাইল্যান্ডের প্রিমিয়ার ডিভিশনের ক্লাব রাচাবুড়ি মিতর ফল এফসির বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। বিকাল ৫টায় শুরু হবে এই ম্যাচ।

আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে থাইল্যান্ডের ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্য লাল-সবুজদের। জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ওর্ড তো এই প্রস্তুতি ম্যাচ পেয়ে দারুণ খুশি,‘ সবাইকে এক সঙ্গে সবসময় পাওয়া যায়নি। মাত্র তিন সেশন পাওয়া গেছে। এখন তাদের জন্য প্রস্তুতি ম্যাচ ভীষণ প্রয়োজন। অনেক খেলোয়াড় আছে যারা জানুয়ারির পর থেকে কোনও ম্যাচ খেলেনি। তাদের জন্য হলেও ম্যাচ খেলা দরকার। এছাড়া ভুল-ত্রুটি সংশোধনের জন্য ম্যাচ খেলা প্রয়োজন।’

থাই লিগে গতবার ষষ্ঠ হয়েচিল রাচাবুড়ি। বর্তমান দলটিতে দুজন ব্রাজিলিয়ান ও একজন কংগোর খেলোয়াড় আছে।

প্রতিপক্ষ রাচাবুড়ি মিতর ফল এফসি নিয়ে ওর্ডের মূল্যায়ন উঁচু মানের,‘থাইল্যান্ডের দল তো এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলে থাকে। তাদের মান আমাদের চেয়ে ভালো অবস্থানে। তাদের বিপক্ষে খেলে আমাদের খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবে। যেটা লাওস ম্যাচে কাজে লাগবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

প্লাতিনি ২০২৬ বিশ্বকাপে ফিরবেন আশা ব্লাটারের

প্লাতিনি ২০২৬ বিশ্বকাপে ফিরবেন আশা ব্লাটারের

আচরণে মাহরেজের দুঃখ প্রকাশ

আচরণে মাহরেজের দুঃখ প্রকাশ

ব্যর্থতা কাটিয়ে মিলানের মাঠে আর্সেনালের জয়

ব্যর্থতা কাটিয়ে মিলানের মাঠে আর্সেনালের জয়

হেরেও শেষ আটে ম্যানসিটি

হেরেও শেষ আটে ম্যানসিটি