চেলসি ছেড়ে রোমাতে ইংলিশ ফরওয়ার্ড টামি আব্রাহাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৪ এএম, ১৮ আগস্ট ২০২১
চেলসি ছেড়ে রোমাতে ইংলিশ ফরওয়ার্ড টামি আব্রাহাম

চেলসি ছেড়ে ইতালিয়ান ক্লাব রোমাতে যোগ দিচ্ছেন ইংলিশ ফরওয়ার্ড টামি আব্রাহাম। পাঁচ বছরের চুক্তিতে রোমাতে যাচ্ছেন তিনি। সর্বশেষ ২০২০-২১ মৌসুমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরও নিয়মিত একাদশে জায়গা পাচ্ছিলেন না আব্রাহাম।

টামি আব্রাহামকে দলে ভেড়াতে আগ্রহী ছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। তবে স্বদেশি ক্লাবকে বেছে না নিয়ে ইতালিয়ান ক্লাব রোমাতে যোগ দিয়েছেন তিনি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড কোচ থাকাকালীন একাদশে নিয়মিত ছিলেন টামি আব্রাহাম। তবে টমাস টুখেল কোচ হিসেবে আসার পর থেকেই একাদশে অনিয়মিত হয়েছিলেন তিনি। মূলত এ কারণেই ক্লাব ছেড়েছেন তিনি।

পাঁচ বছরের চুক্তিতে ৪৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোমাতে যোগ দিলেন তিনি। রোমাতে খেলবেন ৯ নম্বর জার্সি পড়ে।

উয়েফা সুপার কাপ এবং প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের ম্যাচেও সাইড বেঞ্চে কাটিয়েছিলেন টামি আব্রাহাম। মূলত ইন্টার মিলান থেকে রোমেলু লুকাকুকে নিয়ে আসায় আব্রাহামের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা শূন্যের কোটায় নেমে আসে। তাই ক্লাব বদলে আগ্রহী হয়েছিলেন তিনি।

মাত্র সাত বছর বয়সে চেলসির একাডেমিতে যোগ দেন টামি আব্রাহাম। সেখান থেকেই মূল দলে নিজের জায়গা পাকা করে নেন তিনি। তবে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চলে যাওয়ার পর থেকেই একাদশে নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি।

পাঁচ দিন পরেই ইতালিয়ান সিরি ‘এ’ তে প্রথম ম্যাচে মাঠে নামবে রোমা। প্রথম ম্যাচের তাদের প্রতিপক্ষ ফিওরেন্তিনা।

সিরি ‘এ’ তে রোমার প্রথম ম্যাচের আগেই স্বাস্থ্য পরীক্ষা শেষ করে দলের সাথে যোগ দিবেন টামি আব্রাহাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্থিক দূরাবস্থায় বেতন কমাচ্ছেন বার্সার সিনিয়র চার ফুটবলার

আর্থিক দূরাবস্থায় বেতন কমাচ্ছেন বার্সার সিনিয়র চার ফুটবলার

রোনালদোকে দলে ভেড়াতে চান রিয়াল বস আনচেলত্তি

রোনালদোকে দলে ভেড়াতে চান রিয়াল বস আনচেলত্তি

সোসিয়েদাদের জালে মেসিবিহীন বার্সার চার গোল

সোসিয়েদাদের জালে মেসিবিহীন বার্সার চার গোল

এএফসি কাপে খেলতে পারবেন না বাংলাদেশি কিংসলে

এএফসি কাপে খেলতে পারবেন না বাংলাদেশি কিংসলে