ভারতকে ‘ধইরা দিয়ে’ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ পিএম, ২২ ডিসেম্বর ২০২১
ভারতকে ‘ধইরা দিয়ে’ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনুর্ধ্ব-১৯ ওমেন চ্যাম্পিয়নশীপ-২০২১ এর ফাইনালে ভারতকে সত্যিই ‌‘ধইরা দিলো’ বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ভারত অনুর্ধ্ব-১৯ নারী দলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করলো বাংলাদেশ। ম্যাচের ৮০তম মিনিটে জয় সূচক একমাত্র গোলটি করেন আনাই মোগিনি।

বুধবার (২২ ডিসেম্বর) ঢাকার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দলের ফুটবলাররা। তবে বার বার শট নিয়েও সুযোগ নষ্ট করে গোল বঞ্চিত হয়। তবে ম্যাচের ৮০তম মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেছে আনাই মোগিনি।

ডি বক্সের বাইরে সতীর্থের কাছ থেকে পাওয়া ব্যাক পাসের বল গোলবক্স লক্ষ্য করে ক্রস করলে পরাস্ত হন সফরকারী ভারতের গোল রক্ষক আনসিকা। বলটি সরাসরি আশ্রয় নেয় জালে। শেষ মুহূর্তের এ গোলে জয়ের উল্লাসে মেতে উঠেন বাংলার মেয়েরা।

১-০ গোলে এগিয়ে গিয়েও থেমে থাকেনি তারা। ম্যাচের ৮৩, ৮৯ এবং ইনজুরি টাইমে আরও তিনটি জোড়ালো আক্রমন রচনা করেছিল স্বাগতিকরা। তবে ফিনিশিং টানতে পারেনি।

ম্যাচ শেষে আনাই মোগিনি বলেন, ‘ডিফেন্ডার হয়েও জয়সূচক গোলটি করতে পেরে আমি খুশি। আমরা দীর্ঘ সময় একত্রে ক্যাম্পে ছিলাম। এরই সুফল হিসেবে আমরা আজ জয়লাভ করতে পেরেছি।’

কোচ ছোটন বলেন, ‘এটি একটি দীর্ঘ পরিকল্পনার ফসল। মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। এ কাজে ফেডারেশন দারুণ সহযোগিতা করেছে। আরও একবার প্রমাণিত হলো পরিকল্পনা নিয়ে কাজ করলে তা কখনো বিফলে যায় না।’

ব্ংলাদেশের শাহেদা আক্তার রিপা ৫ গোল করে টুর্নামেন্ট সেরা গোলদাতার পুরস্কার লাভ করেছেন। টুর্নামেন্টের মোস্ট ভেলুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও বগলদাবা করেন তিনি।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসার রাসেল। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেমনের সভাপতি কাজী মোহাম্দ সালাহউদ্দিন এবং সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল উপস্থিত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :