বেলজিয়ামের গোলরক্ষক মিগুয়েল ভ্যান আর নেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৯ মার্চ ২০২২
বেলজিয়ামের গোলরক্ষক মিগুয়েল ভ্যান আর নেই

ভয়াবহ মরণব্যাধি লিউকেমিয়ায়র সঙ্গে দীর্ঘ সময় লড়াই করেছিলেন বেলজিয়ামের গোলরক্ষক মিগুয়েল ভ্যান ডামে। অবশেষে হার মানলেন তিনি। মাত্র ২৮ বছর বয়সেই পরাপরে পাড়ি জমিয়েছেন এই তরুণ গোলরক্ষক।

২০১৬ সালে প্রথম অসুস্থতার পর তার রোগ ধরা পড়েছিল। টানা পাঁচ বছরেরও বেশি সময় ধরে তিনি লিউকেমিয়ার সঙ্গে লড়াই করেছিলেন। বাঁচতে চেয়েছিলেন মিগুয়েল। তবে আর পারলেন না।

মিগুয়েলের মৃত্যুর খবরটি জানিয়েছেন তার স্ত্রী কায়ানা ডোবেলারে। পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন মিগুয়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি হৃদয়স্পর্শী বার্তা লিখে প্রয়াত স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কায়ানা।

তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয়তম, বাবা (মেয়েদের) গত রাতে তার শেষ ম্যাচের জন্য চলে গেছেন। সেটা এমন একটি ম্যাচ যা আর জেতা যাবে না। তুমি খুব ধীরে ধীরে আমাদের ছেড়ে তোমার নিজের পথে চলে গেলে।’

পাঁচ বছর লিউকেমিয়ার সঙ্গে বীরের মত লড়ে গেছেন মিগুয়েল। সেটাও জানলেন তার স্ত্রী, ‘তুমি সিংহের মতো লড়াই করেছো। তুমি যা করে গেছেন তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। অনেকের জন্য এটি একটি উদাহরণ।’

মিগুয়েলের স্ত্রী আরও লিখেন, ‘তুমি আমাকে উপলব্ধি করতে শিখিয়েছিলে যে হাল ছেড়ে দেওয়ার মতো কিছু নেই। যদিও জীবনে সাফল্যের একটি ছোট ঝলক ছিল। তুমি বারবার এটিকে অতিক্রম করেছো।’

স্বামীর বিদায়ী আত্মার শান্তি কামনা করে কায়ানা লিখেন, ‘এখন বিশ্রাম নাও প্রিয়তম। তুমি অনেক বেশি উপার্জন করেছেন। তুমি এখন সমস্ত ব্যথা থেকে মুক্তি পেয়েছো। তোমার দুই মেয়ের পক্ষে থেকে আলিঙ্গন। আবার দেখা হবে।’

ক্যারিয়ারে কখনো বেলজিয়াম জাতীয় দলে খেলা হয়নি মিগুয়েলের। তবে খেলেছেন বেলজিয়ামের শীর্ষ ক্লাব সার্কেল ব্রুগে। সার্কেল ব্রুগের হয়ে মোট ৪০টি ম্যাচ খেলেছেন সদ্য প্রয়াত এই গোলরক্ষক।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :