ম্যানসিটিতেই নাম লেখালেন আর্লিং হল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ পিএম, ১০ মে ২০২২
ম্যানসিটিতেই নাম লেখালেন আর্লিং হল্যান্ড

আর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটিতেই যাচ্ছেন বিষয়টি নিশ্চিত হয়েছিল একদিন আগেই। এবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে হল্যান্ডকে নিজেদের দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার (১০ মে) এক বিবৃতিতে আর্লিং হল্যান্ডকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মৌসুম শেষেই দলের সাথে যোগ দিবেন এই নরওয়েজিয়ান ফুটবলার।

তারা জানায়, “আমরা বুরুশিয়া ডর্টমুন্ডের সাথে আগামী ১ জুলাই থেকে স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে দলে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছি। এখন ক্লাব এবং খেলোয়াড়ের চুক্তির বিষয়গুল নিয়ে কাজ করা হচ্ছে।”

তবে ম্যানচেস্টার সিটিতে হল্যান্ড কি পরিমাণ বেতন পাবেন সেই বিষয়টি এখনও নিশ্চিত করেনি। তবে ধারণা করা হচ্ছে সপ্তাহে পৌনে চার লাখ ইউরো বেতন পাবেন এই স্ট্রাইকার।

বেশ কয়েকবছর ধরেই দল-বদল মৌসুমে গুঞ্জন বুরুশিয়া ডর্টমুন্ড ছাড়বেন আর্লিং হল্যান্ড। তাকে দলে নিতে উঠে পড়ে লেগেছিল রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো দলগুলো। তবে শেষ পর্যন্ত পেপ গার্দিওয়ালার দলে যেতেই সম্মত হয়েছেন এই ফুটবলার।

আর্লিং হল্যান্ড ছাড়া আরও একজন ফুটবলারকে নিজেদের দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে জুলিয়ান আলভারেজকে দলে নিয়েছেন ক্লাবটি। চলতি ২০২১-২২ মৌসুম শেষে সিটিজেনদের ডেরায় যোগ দিবেন তিনি।

বেশ কয়েকবছর ধরেই স্ট্রাইকার সংকটে ভুগছে ম্যানচেস্টার সিটি। গ্যাব্রিয়েল জেসুসের অধারাবাহিক পারফর্মেন্সের কারণে এই সংকটে পড়েছিল সিটিজেনরা। এই সমস্যা সমাধানে দলে এসেছিলেন জ্যাক গ্রিলিশ। তবে এখনও দলটির সাথে মানিয়ে নিতে পারেননি তিনি। তাই তো বিকল্প নিতে ছুটতে হয়ে দলটিকে। আর বিকল্প হিসেবে এলেন বহু কাঙ্খিত আর্লিং হল্যান্ড।

বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে এখন পর্যন্ত ৮৮ ম্যাচ খেলে ৮৫ গোল করেছেন আর্লিং হল্যান্ড। এছাড়াও এই সময়ে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ২৩ টি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

‘গোলমেশিন’ বানাতেই হল্যান্ডকে ভেড়াচ্ছে ম্যানসিটি?

‘গোলমেশিন’ বানাতেই হল্যান্ডকে ভেড়াচ্ছে ম্যানসিটি?

টটেনহামের সমালোচনায় আথলেটিকো মাদ্রিদকে উদাহরণ টানলেন ক্লপ

টটেনহামের সমালোচনায় আথলেটিকো মাদ্রিদকে উদাহরণ টানলেন ক্লপ

প্রিমিয়ার লিগের সাফল্য নিয়ে লিভারপুলকে খোঁচা গার্দিওয়ালার

প্রিমিয়ার লিগের সাফল্য নিয়ে লিভারপুলকে খোঁচা গার্দিওয়ালার

গার্দিওয়ালার কপালে চিন্তার ভাজ, ইনজুরিতে তিন ডিফেন্ডার

গার্দিওয়ালার কপালে চিন্তার ভাজ, ইনজুরিতে তিন ডিফেন্ডার