চিলির কোচ হলেন আর্জেন্টিনার এদুয়ার্দো বেরিজো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৮ মে ২০২২
চিলির কোচ হলেন আর্জেন্টিনার এদুয়ার্দো বেরিজো

এক সময় ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল ছিল লাতিন আমেরিকার দেশ চিলি। সময়ের সাথে নিজেদের হারিয়ে খুঁজতে থাকে তারা। এবার তো বিশ্বকাপেই খেলা হলো না । কাতার বিশ্বকাপের বাছাইপর্বেই বাদ পড়ে গেছে চিলি। তবে ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নতুন কোচ হিসেবে আর্জেন্টাইন এদুয়ার্দো বেরিজোকে নিয়োগ দিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৬ মে) আনুষ্ঠানিকভাবে বেরিজোকে নিয়োগ দিয়েছে চিলি ফুটবল ফেডারেশন। চার বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করেছে তারা। এর আগে চিলির দায়িত্বে ছিলেন মার্টিন লাসার্ট। কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারার ব্যর্থতায় চলতি বছরের এপ্রিলে তাকে বরখাস্ত করে চিলি।

বেরিজোর ফুটবল কোচিং ক্যারিয়ার বেশ ভালো। আগেও চিলির দায়িত্ব ছিলেন তিনি। ২০০৭ সালে চিলির তৎকালীন ম্যানেজার মার্সেলো বিয়েলসার সহকারী হিসাবে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন ৫২ বছর বয়সী এই আর্জেন্টাইন। এরপর বিভিন্ন ক্লাবেও কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার।

তিনি আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেস, সেভিলা এবং স্পেনের অ্যাথলেটিক ক্লাবকে কোচিং করিয়েছেন। সম্প্রতি কাতারের বিশ্বকাপের বাচাহাইপর্বে তিনি প্যারাগুয়ের দায়িত্বে ছিলেন। চিলির হয়ে বেরিজোর প্রথম মিশন হবে চলতি বছরের জুনে দক্ষিণ কোরিয়া এবং তিউনিসিয়ার সাথে ম্যাচ দিয়ে।

বেরিজোর নিয়োগ প্রসঙ্গে চিলি ফুটবল ফেডারেশনের সভাপতি পাবলো মিলাদ বলেন, ‘প্রিয় ভক্তরা, আমাদের একজন নতুন কোচ আসছেন। তিনি হলেন এদুয়ার্দো বেরিজো। সে আমাদের ফুটবলকে জানে এবং তার অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। আমরা তার সৌভাগ্য কামনা করি।’

খেলোয়াড় হিসেবে বেরিজো ১৯৮৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওল্ড বয়েজ, মার্সেই, অ্যাটলাস, রিভার প্লেট এবং সেলটা ডি ভিগোর সাথে ক্যারিয়ার ভাগাভাগি করেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন বেরিজো। তবে কোনো গোল করতে পারেনি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

যে ফাইনাল ‘চিরতরে’ বদলে দিয়েছে রিয়াল মাদ্রিদের জার্সি

যে ফাইনাল ‘চিরতরে’ বদলে দিয়েছে রিয়াল মাদ্রিদের জার্সি

লিভারপুলের কাছে তিন গোল হারবে রিয়াল: মাইকেল ওয়েন

লিভারপুলের কাছে তিন গোল হারবে রিয়াল: মাইকেল ওয়েন

টটেনহ্যামে যোগ দিচ্ছেন ফ্রেজার ফরস্টার

টটেনহ্যামে যোগ দিচ্ছেন ফ্রেজার ফরস্টার

চ্যাম্পিয়নস লিগের পরই ভবিষ্যৎ সিদ্ধান্ত জানাবেন মার্সেলো

চ্যাম্পিয়নস লিগের পরই ভবিষ্যৎ সিদ্ধান্ত জানাবেন মার্সেলো