ইউরোপের বাইরের ফুটবলারদের দলে ভেড়াতে পারবে না রিয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ পিএম, ০৮ জুন ২০২২
ইউরোপের বাইরের ফুটবলারদের দলে ভেড়াতে পারবে না রিয়াল

ইউরোপের ফুটবল নতুন মৌসুম শুরুর দ্বারপ্রান্তে। ক্লাবগুলো খেলোয়াড় গুছিয়ে নেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছে। এর মধ্যেই নতুন ঝামেলায় পরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে ইউরোপের বাইরের ফুটবলারদের দলে ভেড়াতে পারবে না স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

এই সমস্যার শুরু মূলত পাসপোর্টের কারণে। এটা এমন একটি সমস্যা যার কোনো তাৎক্ষণিক সমাধান নেই। বেশ জটিল ও দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে রিয়ালকে। লা লিগার নিয়মানুযায়ী, ইউরোপের বাইরে থেকে তিনজনের বেশি খেলোয়াড় স্প্যানিশ লিগে কোনো দলের হয়ে খেলতে পারবে না।

রিয়াল মাদ্রিদে এই জায়গাগুলো দখল করে আছেন ব্রাজিলের তিন তারকা এদার মিলিতাও, ভিনিসিয়াস জুনিয়র ও রুদ্রিগো। সমস্যা হচ্ছে এই তিনজনের কেউই ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব পাবেন না। যার কারণে নতুন করে ইউরোপের বাইরের খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না রিয়াল।

নতুন খেলোয়াড়দের জায়গায় রিয়ালে যোগ দিয়েছেন জাপানিজ ফুটবলার কুবো এবং ব্রাজিলের রেইনিয়ার জেসুস। দুজনই চলতি জুনে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়েছেন। কিন্তু তাদের কেউ মাঠে নামতে পারবেন না। নামতে হলে মিলিতাও, ভিনিসিয়াস ও রুদ্রিগোকে দ্বৈত (স্পেন-ব্রাজিল) নাগরিকত্ব পেতে হবে।

এই সমস্যা সমাধানে এমন একজন খেলোয়াড় দরকার যার দ্বৈত নাগরিকত্ব আছে এবং পরের মৌসুমে ক্লাবে যোগ দিবে। সেক্ষেত্রে বিকল্প হতে পারতেন গ্যাব্রিয়েল জেসুস। তবে পাসপোর্টের শর্ত পূরণ করতে রাজি নয় ব্রাজিলিয়ান তারকা। এই সমস্যা সমাধানে রিয়াল একজন ইউরোপের বাইরের খেলোয়াড় খুঁজছে।

এমন পরিস্থিতি অবশ্য হতো না যদি ভিনিসিয়াস দ্বৈত পাসপোর্ট পেয়ে যেতেন। কিন্তু করোনা মহামারীর কারণে এই ব্রাজিলিয়ান তার পাসপোর্ট পাননি। ২০১৮ সালে স্পেনে আসেন ভিনি। স্পেন সরকার ইতিমধ্যেই এই ব্রাজিলিয়ানের পাসপোর্টটি মঞ্জুর করবে বলে ধারয়াণ করা হচ্ছে।

উল্লেখ্য, ইউরোপের বাইরে থেকে আসা কোনো খেলোয়াড় স্পেনে দুই বছর বসবাসের পর দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। কয়েক মাস পরেই তার আবেদন গ্রহন ও মঞ্জুর করা হয়।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

হাঙ্গেরিকে হারিয়ে জয়ের মুখ দেখলো ইতালি

হাঙ্গেরিকে হারিয়ে জয়ের মুখ দেখলো ইতালি

হ্যারি কেইনের গোলে মান রক্ষা ইংল্যান্ডের

হ্যারি কেইনের গোলে মান রক্ষা ইংল্যান্ডের

ডেনমার্ক-অস্ট্রিয়ার ম্যাচে মাঠে গর্ত, হতবাক ফুটবলাররা

ডেনমার্ক-অস্ট্রিয়ার ম্যাচে মাঠে গর্ত, হতবাক ফুটবলাররা

জেসুসের দাম ৫০ মিলিয়ন ইউরো, রিয়ালকে জানিয়ে দিলো ম্যানসিটি

জেসুসের দাম ৫০ মিলিয়ন ইউরো, রিয়ালকে জানিয়ে দিলো ম্যানসিটি