ফার্নান্দিনহোর পরিবর্তে ৫৭০ কোটির খেলোয়াড় কিনছে ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৫ জুন ২০২২
ফার্নান্দিনহোর পরিবর্তে ৫৭০ কোটির খেলোয়াড় কিনছে ম্যানসিটি

২০২১-২২ মৌসুম শেষ হওয়ার আগে থেকেই জানা ছিল ম্যানসিটি অধিনায়ক ফার্নান্দিনহো ক্লাব ছেড়ে যাবেন। সিটিজেনরা দীর্ঘদিনের অধিনায়কের শূন্যস্থান পূরণে নতুন খেলোয়াড় কিনছে। তবে তার দাম শুনলে চোখ কপালে উঠতে পারে! বেশি না, বাংলাদেশী টাকায় মাত্র ৫৭০ কোটি টাকা।

আগের মৌসুম শেষ হওয়ার আগে জার্মান ক্লাব থেকে বরুশিয়া ডর্টমুন্ড থেকে নরওয়ের স্ট্রাইকার আরলিং হল্যান্ডকে দলে ভিড়িয়েছে সিটি। এরপর মোটামুটি চুপচাপই ছিল ছিল ক্লাবটি। তবে বড় অঙ্কের ধামাকা দিয়েই নীরবতা ভাঙছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

অন্যদিকে সিটিকে টেক্কা দিতে নতুন সব সৈণিক ভেড়াচ্ছে লিভারপুল, চেলসির মতো ক্লাবগুলো। স্প্যানিশ কোচ পেপ গার্দিওয়ালা পাঁচ বছরে চারবার সিটিজেনদের ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) জেতালেও কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি।

বর্তমান ইপিএল চ্যাম্পিয়নরা এবার আর হাতছাড়া করতে চায় না চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সদ্য ডেরা ছেড়ে যাওয়া নেতা ফার্নান্দিনহোর জায়গায় লিডস ইউনাইটেডের ইংলিশ মিডফিল্ডার ক্যালভিন ফিলিপসকে দলে টানছে তারা।

লেভানডোভস্কির জন্য বার্সেলোনার কাছে ৬০ মিলিয়ন ইউরো চায় বায়ার্ন

ফিলিপসকে ইতিহাদে আনার জন্য পাঁচ কোটি পাউন্ড খরচ করবে ম্যানসিটি। মূল দলবদল ফি ৪ কোটি ২০ লাখ পাউন্ড এবং বিভিন্ন শর্ত মোতাবেক লিডসকে আরও ৮০ লাখ পাউন্ড দিতে হবে সিটিকে। সব মিলিয়ে ফিলিপসের জন্য বাংলাদেশি টাকায় ৫৭০ কোটি টাকা গুনতে হবে সিটিজেনদের।

লিডসের যুব একাডেমিতে বড় হওয়া এই ফুটবলারকে দলে পেতে মরিয়া হয়ে উঠেছেন সিটিজেন বস পেপ গার্দিওয়ালা। গ্রীষ্কালীন দলবদলে হল্যান্ডের দ্বিতীয় ফুটবলার হিসেবে ফিলিপসকে দলে ভেড়াচ্ছে ম্যানসিটি।  

sportsmail24

২৬ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার ইংল্যান্ড দলে বেশ অনেকদিন ধরেই একাদশের নিয়মিত মুখ। লিডসের মাঝ মাঠেও তার পারফর্মেন্স ছিল চোখে পড়ার মতো।

ফিলিপস ২০১৪ সাল থেকে লিডস ইউনাইটেডের হয়ে খেলছেন। আট বছরে লিডসের জার্সিতে ২১৩ ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর সাথে লেভানডোভস্কির অদল-বদল চায় বায়ার্ন মিউনিখ

রোনালদোর সাথে লেভানডোভস্কির অদল-বদল চায় বায়ার্ন মিউনিখ

কাতার বিশ্বকাপের দলে খেলোয়াড় বাড়ানোর সুযোগ দিচ্ছে ফিফা

কাতার বিশ্বকাপের দলে খেলোয়াড় বাড়ানোর সুযোগ দিচ্ছে ফিফা

কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি

কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি

কাতার বিশ্বকাপে ‌‘অবাধ মেলামেশা’ নিষিদ্ধ, ভুল করলে জেল

কাতার বিশ্বকাপে ‌‘অবাধ মেলামেশা’ নিষিদ্ধ, ভুল করলে জেল