ফুটবলের আসল সৌন্দর্য্য আনতে যা করার করবো: ইয়ামাশিতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৮ জুন ২০২২
ফুটবলের আসল সৌন্দর্য্য আনতে যা করার করবো: ইয়ামাশিতা

ফুটবলের সর্ববৃহত মঞ্চ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ পরিচালানার দায়িত্ব পালন করবেন নারী রেফারিরা। নভেম্বরে শুরু হওয়া কাতার বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় যে তিনজন নারী রেফারি তালিকাভুক্ত হয়েছেন তাদের একজন হলেন- জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। ক্যারিয়ারে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে নিজের সেরাটা দেওয়ার অঙ্গিকার করেছেন এ নারী রেফারি।

টোকিওতে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাশিতা বলেন, “একজন রেফারির সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে ফুটবলের আকর্ষণকে বের করে নিয়ে আসা। এ জন্য আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবো। আমি যথাসাধ্য চেষ্টা করবো এবং শেষ পর্যন্ত লক্ষ্য অর্জনে আমার যা করা উচিৎ আমি তাই করবো।”

তিনি বলেন, “আমার যদি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়, তাহলে আমি তা’ই করবো। যদি কার্ড দেখাতে হয়, তাহলে দেখাব। ম্যাচ নিয়ন্ত্রণের চেয়ে ফুটবলের আসল সৌন্দর্য্য বের করে আনার বড় লক্ষ্য কীভাবে অর্জন করা যায়, সেটি নিয়েই আমি ভাবছি।”

জাপানের জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা ছাড়া ফিফার তালিকায় স্থান পাওয়া বাকি দুই নারী রেফারি হলেন- ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট ও রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা। তালিকায় নারী-পুরুষ মিলে মোট ৩৬ জন রেফারি স্থান পেয়েছেন। এছাড়া ৫৯ জন সহকারী রেফারির তালিকাতেও তিনজন নারী সহকারীকে অন্তর্ভুক্ত করেছে ফিফা।

কাতার বিশ্বকাপে ছয় নারী রেফারির ‘অজনা’ তথ্য

তারা হলেন- ব্রাজিলের নেউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেডিনা এবং যুক্তরাস্ট্রের ক্যাথরিন নেসবিট। অবশ্য তাদের সবাই যে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন তা নয়। সাইডলাইনে বসে চতুর্থ রেফারির ভূমিকাতেও তাদের দেখা যেতে পারে।

চলতি বছরের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। আসরে অংশ নিচ্ছে ৩২টি দল। ইতিমধ্যে বাছাইপর্ব পেরিয়ে ৩১টি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। বাকি দল স্বাগতিক কাতারকে খেলতে হয়নি কোনো বাছাইপর্বের ম্যাচ।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের ভুয়া নম্বর প্লেট নিয়ে জনগণকে সতর্ক করলো কাতার

বিশ্বকাপের ভুয়া নম্বর প্লেট নিয়ে জনগণকে সতর্ক করলো কাতার

কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি

কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি

কাতার বিশ্বকাপে ‌‘অবাধ মেলামেশা’ নিষিদ্ধ, ভুল করলে জেল

কাতার বিশ্বকাপে ‌‘অবাধ মেলামেশা’ নিষিদ্ধ, ভুল করলে জেল

বিশ্বকাপে কিছু দর্শকের জন্য ‘ঐতিহ্যবাহী তাঁবু’ রাখছে কাতার

বিশ্বকাপে কিছু দর্শকের জন্য ‘ঐতিহ্যবাহী তাঁবু’ রাখছে কাতার