মার্টিনেজ মাঠে নামলেই আয়াক্সের আয় ৫৬ হাজার পাউন্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৮ পিএম, ৩০ জুলাই ২০২২
মার্টিনেজ মাঠে নামলেই আয়াক্সের আয় ৫৬ হাজার পাউন্ড

২০২১-২২ মৌসুম শেষে পল পগবার সাথে চুক্তির মেয়াদ না বাড়ানোয় নতুন মিডফিল্ডার কিনতে হয়েছে ইউনাইটেডকে। ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডাম থেকে দলটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তাকে দলে ভেড়াতে রেড ডেভিলদের খরচ ৫৫ মিলিয়ন পাউন্ড। এর পাশাপাশি ইউনাইটেডের জার্সিতে লিসান্দ্রো মার্টিনেজ মাঠে নামলেই আয়াক্সকে দিতে হবে ৫৬ হাজার পাউন্ড।

আয়াক্সের মিডফিল্ডের অন্যতম ভরসা ছিলেন আর্জেন্টাইন লিসান্দ্রো মার্টিনেজ। এরিক টেন হাগ ক্লাব আয়াক্স ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের আসার সময় মার্টিনেজকেও নিজের সাথী করেছেন। 

দুইজনকে একসাথে হারিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার পথ খুঁজে নিয়েছে আয়াক্স। মার্টিনেজকে বিক্রি করার সময় জানিয়ে দিয়েছে, তার খেলা প্রতি ম্যাচের জন্য আয়াক্সকে দিতে হবে ৫৬ হাজার পাউন্ড। অবশ্য এই চুক্তি প্রযোজ্য হবে শুধুমাত্র প্রিমিয়ার লিগের ক্ষেত্রে।

ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ কিংবা তার চেয়ে বেশি সংখ্যক বেশি ম্যাচ খেললে অবশ্য ১.৬৮ মিলিয়ন পাউন্ডের বেশি দিতে হবে না। ৩০ এর কম ম্যাচ খেললে ইউনাইটেডের খরচ অবশ্য আরও কমে আসবে। অর্থাৎ ৩০ কিংবা তার চেয়ে কম ম্যাচ খেললে আয়াক্সকে ম্যাচপ্রতি ৫৬ হাজার পাউন্ড দিতে হবে।

প্রিমিয়ার লিগ ছাড়া এফএ কাপ, কারাবাও কাপ কিংবা অন্য কোনো টুর্নামেন্টে মার্টিনেজ ম্যাচ খেললে কোনো অর্থ পাবে না  ডাচ ক্লাবটি। চুক্তির এই বিষয়টি সামনে নিয়ে এসেছে ইংলিশ ‘দৈনিক ডেইলি মিরর’।

আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে ক্লাবটির ৬ নম্বর জার্সি পড়ে খেলবেন লিসান্দ্রো মার্টিনেজ। এর আগে এই জার্সি পড়ে ক্লাবটির হয়ে খেলেছিলেন ফরাসি মিডফিল্ডার পল পগবা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে মাঠে ফিরছেন রোনালদো

অবশেষে মাঠে ফিরছেন রোনালদো

পাঁচ বছরের চুক্তিতে ইউনাইটেডে লিসান্দ্রো মার্টিনেজ

পাঁচ বছরের চুক্তিতে ইউনাইটেডে লিসান্দ্রো মার্টিনেজ

লিভারপুলকে উড়িয়ে দিয়ে ইউনাইটেডে টেন হাগ যুগের সূচনা

লিভারপুলকে উড়িয়ে দিয়ে ইউনাইটেডে টেন হাগ যুগের সূচনা

রোনালদো বায়ার্নে মানিয়ে নিতে পারবে না: অলিভার কান

রোনালদো বায়ার্নে মানিয়ে নিতে পারবে না: অলিভার কান