গ্রীষ্মকালীন ট্রান্সফারে এজেন্টদের আয় ৪৩০.৮ মিলিয়ন পাউন্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২২
গ্রীষ্মকালীন ট্রান্সফারে এজেন্টদের আয় ৪৩০.৮ মিলিয়ন পাউন্ড

সারা বিশ্বের এ বছর সর্বোচ্চ সংখ্যক পুরুষ ও নারী ফুটবলার দলবদলে করেছে। ফলে এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ফুটবল এজেন্টরা সব মিলিয়ে ৪৩০.৮ মিলিয়ন পাউন্ড আয় করেছে। খোদ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এমন তথ্য জানিয়েছে।

পুরো গ্রীষ্ম জুড়ে আন্তর্জাতিক ট্রান্সফার কার্যক্রম পর্যবেক্ষণ করে ফিফা এ তথ্য প্রকাশ করেছে। ফিফার সমীক্ষায় দেখা গেছে, পুরুষ খেলোয়াড়দের পুরো ট্রান্সফারের প্রায় ১০ শতাংশ চলে গেছে এজেন্টদের পকেটে।

এ বছর সারা বিশ্বজুড়ে সর্বোচ্চ সংখ্যক পুরুষ ও নারী ফুটবলার দলবদলে অংশ নিয়েছে। গত ১০ বছরে গ্রীষ্মকালীন এ ট্রান্সফার উইন্ডোর এজেন্ট সার্ভিস ফি ৬.১ শতাংশ থেকে ৯.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
sportsmail24
তথ্যানুযায়ী, এ বছর পুরুষ ট্রান্সফার উইন্ডোর মূল্য ৫ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল, যা আগের বছরের তুলনায় ২৯.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশিরভাগ ট্রান্সফারই সম্পন্ন হয়েছে ইংলিশ ফুটবলে।

প্রিমিয়ার লিগে রেকর্ড ১.৯ বিলিয়ন পাউন্ড ব্যয় করা হয়েছে দলবদলের বাজারে। ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে ম্যানচেস্টার ইউনাইটেড ৮১.৩ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান স্ট্রাইকার এন্টনিকে দলভুক্ত করেছে, যা এবারের বাজারে সর্বোচ্চ।
sportsmail24
এদিকে, নারী ফুটবলেও রেকর্ড ৬৮৪টি আন্তর্জাতিক ট্রান্সফার হয়েছে। যা গত বছরের তুলনায় ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

পথশিশুদের বিশ্বকাপ: জীবন বদলে যাওয়ার গল্প

পথশিশুদের বিশ্বকাপ: জীবন বদলে যাওয়ার গল্প

নারী এশিয়া কাপ ফুটবল আয়োজনে আগ্রহী সৌদি আরব

নারী এশিয়া কাপ ফুটবল আয়োজনে আগ্রহী সৌদি আরব

যুক্তরাজ্যে চ্যাম্পিয়নস লিগের সম্প্রচার স্বত্ব কিনলো অ্যামাজন

যুক্তরাজ্যে চ্যাম্পিয়নস লিগের সম্প্রচার স্বত্ব কিনলো অ্যামাজন

তিন দেশের ২২ শহরে বসবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

তিন দেশের ২২ শহরে বসবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ