পদক পাহারায় মার্টিনেজের ২৬ লাখের কুকুর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ০২ জানুয়ারি ২০২৩
পদক পাহারায় মার্টিনেজের ২৬ লাখের কুকুর

বিশ্বকাপ জয়ের রেশ কিছুটা কমেছে। এরই মধ্যে ক্লাব ফুটবলে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ক্লাবে ফিরে অবশ্য সুসংবাদ নেই।

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে রোববার রাতে একাদশেই সুযোগ পাননি বিশ্বকাপের সেরা অ্যাস্টন ভিলার এই গোলকিপার।

ক্লাবে ফিরেও আলোচনায় বিশ্বকাপের মেডেল। বিশ্বকাপের জেতা পদক রক্ষা করতে বাড়িতে কড়া নিরাপত্তা বসিয়েছেন মার্টিনেজ। বিরাট অংকের অর্থ ব্যয় করে একটি কুকুর কিনেছেনে। মিডল্যান্ডসে তার বাড়িতে এই কুকুরটি বিশ্বকাপের পদক ও তার পরিবারের নিরাপত্তায় পাহারা দেবেন।

ব্রিটিশ গণমাধ্যমের খবর কুকুরটি কিনতে ২০ হাজার পাউন্ড লেগেছে। বাংলাদেশের অর্থে যার পরিমান ২৫ লাখ ৬৬ হাজার টাকা।

কুকুরটি বেলজিয়ান শেফার্ড গোত্রের। অতীতে আমেরিকার সেনাবাহিনির সঙ্গে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ওজন প্রায় ৩০ কেজি। একই সঙ্গে স্যাস সংস্থার সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

তাদের ঘ্রানশক্তি খুবই তিক্ষ্ম, বিপদ দেখলেই আচ করতে পারে। শত্রু র উপর দ্রুত আক্রমণও করতে পারে। আর্সেনালের কোচ মিকেল আর্তেতা এবং ফ্রান্সের গোলকিপার হুগো লরিসের বাড়ি পাহারার দায়িত্বে এই ধরনের কুকুর রয়েছে।

বিশ্বকাপ চলাকালীন সময়ে রহিম স্টার্লিং বাড়িতে চুরি হয়েছিল। এসব দেখে বেশি হুশিয়ার মার্টিনেজ। কোনোভাবেই নিজের পদকটা চোরের হাতে তুলে দিতে চান না তিনি। এজন্য বিপুল অর্থ ব্যায়েই প্রহরী বসিয়েছেন মার্টিনেজ।

এদিকে ক্লাবে তাকে নিয়ে কোনো সুখবর নেই। অ্যাস্টন ভিলার কোচ তাকে নিয়ে এখনও যেন নেতিবাচক অবস্থায় রয়েছেন। রোববার টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে তাকে একাদশে না রেখে সুইডেনের গোলরক্ষক রবিন ওলসেনকে খেলিয়েছেন।

এতে অনেকটাই স্পষ্ট যে যেসব কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে সেগুলো কিছুটা হলেও সত্য। বিশ্বকাপের জয়ের পর উদযাপনের কিছু অশালীন অঙ্গ-ভঙ্গি মোটেই ভালো চোখে দেখেননি ক্লাব কোচ।

এমনকি শোনা যাচ্ছে চলতি মাসে ট্রান্সফার উইন্ডো শুরু হলেই মার্টিনেজকে বিক্রি করে দেবে তার ক্লাব। এমনটাই জানিয়েছে, ইউরোপের ফুটবলে ট্রান্সফার সংক্রান্ত সংস্থা ‘ফিকাজেস’।

স্পোর্টসমেইল২৪/জেম


শেয়ার করুন :


আরও পড়ুন

মার্টিনেজকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে অ্যাস্টনভিলা কোচ!

মার্টিনেজকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে অ্যাস্টনভিলা কোচ!

আর্জেন্টিনায় মেসিদের উৎসবের সব কিছুই প্রস্তুত

আর্জেন্টিনায় মেসিদের উৎসবের সব কিছুই প্রস্তুত

গোল্ডেন গ্লাভ নিয়ে মার্টিনেজের ‘অশ্লীল অঙ্গভঙ্গি’

গোল্ডেন গ্লাভ নিয়ে মার্টিনেজের ‘অশ্লীল অঙ্গভঙ্গি’

টুর্নামেন্ট সেরা মেসি, গোল্ডেন বুট এমবাপ্পের

টুর্নামেন্ট সেরা মেসি, গোল্ডেন বুট এমবাপ্পের