মেসির আর্জেন্টিনা আবার মাঠে নামছে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩
মেসির আর্জেন্টিনা আবার মাঠে নামছে

আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জয়ের পর প্রায় দেড় মাস পেরিয়ে গেছে। লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজরা ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে সামনে আবার আন্তর্জাতিক প্রীতি ফুটবলে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা।

৩৬ বছর পর তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি ও ডি মারিয়া। সবকিছু ঠিক থাকলে মার্চে আবার এক সাথে মাঠে দেখা যাবে মেসি ও ডি মারিয়াকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৩ থেকে ২৮ মার্চের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে কোথায় এবং প্রতিপক্ষ কারা সেটা এখনও নিশ্চিত করা হয়নি।

তবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, দুটি ম্যাচই আর্জেন্টিনার বুয়েন্স আইয়ার্সে অনুষ্ঠিত হবে। আবার আর্জেন্টিনার জার্সিতে মেসিদের খেলা দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। তবে দ্রুতই সমর্থকদের আক্ষেপ খুচতে যাচ্ছে।

এদিকে পরিবর্তি ম্যাচের আগেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ স্কালোনিও মেয়াদও বাড়ানো হবে। এরই মধ্যে তার মেয়াদ বাড়ানোর ব্যাপারে কথাবার্তা প্রায় চূড়ান্ত।

দুই পক্ষই রাজি আছে। এখন শুধু চুক্তি স্বাক্ষর ও ঘোষণার অপেক্ষায়। স্কালোনকে আরও একটি বিশ্বকাপ রাখতে চায় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।


স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপা খরা কাটানোর সুবাস পাচ্ছে ম্যানইউ

শিরোপা খরা কাটানোর সুবাস পাচ্ছে ম্যানইউ

সৌদি আরবে খেলা মেসির জার্সির দাম কত?

সৌদি আরবে খেলা মেসির জার্সির দাম কত?

পর্তুগালের সাবেক কোচ সান্তোস এখন পোল্যান্ডের

পর্তুগালের সাবেক কোচ সান্তোস এখন পোল্যান্ডের

ষষ্ট স্তরের দলের বিপক্ষে এমবাপ্পের পাঁচ গোল

ষষ্ট স্তরের দলের বিপক্ষে এমবাপ্পের পাঁচ গোল