বাজে অঙ্গভঙ্গি করায় নিষেধাজ্ঞার সাথে রোনালদোকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
বাজে অঙ্গভঙ্গি করায় নিষেধাজ্ঞার সাথে রোনালদোকে জরিমানা

দর্শকদের দিকে বাজে অঙ্গভঙ্গির দায়ে এবার নিষেধাজ্ঞার শাস্তি পেলেন পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিষেধাজ্ঞা পাওয়ায় সৌদি প্রো লিগে এক ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। একই সাথে তাকে ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এ রায় দিয়েছে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকায় আল নাসরের সামনের ম্যাচে খেলতে পারবেন না ৩৯ বছর বয়সী পর্তুগিজ এ ফুটবল তারকা।

রোববার আল শাবাবের বিপক্ষে ম্যাচে মেজাজ হারান রোনালদো। ম্যাচ চলাকালে আল শাবাবের একদল দর্শক ‘মেসি মেসি’ আওয়াজ তুললে এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো।

রোনালদো ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যা বিষয়টি ভালোভাবে নেয়নি সৌদি ফুটবল ফেডারেশন।

সৌদি আরবের সংবাদমাধ্যম আর-রিয়াদিয়া জানিয়েছে, ওই দিনের ঘটনার বিষয়ে রোনালদোর কাছে ব্যাখ্যা চেয়েছিল সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি।

ভিডিওতে স্পষ্ট দেখা গেলেও রোনালদো দাবি করেছিলেন তিনি কোনো দৃষ্টিকটু আচরণ করেননি। তবে শেষ পর্যন্ত ক্ষমা পাননি রোনালদো। এক ম্যাচ নিষেধাজ্ঞার সাথে গুণতে হচ্ছে জরিমানাও।


শেয়ার করুন :