দারুণ লড়াইয়েও ভাগ্য সহায় হলো না বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১০ জুন ২০২৫
দারুণ লড়াইয়েও ভাগ্য সহায় হলো না বাংলাদেশের

হামজা-শমিত সোমদের নিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে দারুণ লড়াই করলেও এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে নিজেদের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হারলো বাংলাদেশ। প্রধমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করে হামজা-শমিত সোমরা। তবে এক গোল পরিষোধ করে শেষ পর্যন্ত লড়াই করলেও ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের।

সিঙ্গাপুরের হয়ে গোল দুটি করেছেন মিডফিল্ডার সং উয়ং ও ফরোয়ার্ড ইকশান ফান্ডি দুই গোল করেছেন। বাংলাদেশের এক গোল পরিশোধ করেছেন রাকিব হোসেন।

প্রথম একাদশে জায়গা না পাওয়ার জামাল ভূঁইয়াকে পুরো ম্যাচেই খেলাননি কোচ হাভিয়ের কাবরেরা। তবে প্রথমবারের মতো দেশের জার্সি গায়ে খেলেছেন কানাডার ক্লাব ক্যাভালরি এফসির মিডফিল্ডার শমিত সোম। এছাড়া হামজা চৌধরীর সাথে মূল একাদশে ছিলেন ফাহমেদুল।

ম্যাচের শেষভাগে বাংলাদেশ বেশ কয়েকটি কর্নার পেয়েও ম্যাচে ফিরে আসতে পারেনি। ইনজুরি টাইমের শেষ মিনিটে কর্নার থেকে মোরসালিনের ক্রসে তারিক কাজির হেড অল্পের জন্য ক্রসবার দিয়ে বাইরে চলে যায়। আর এতেই ম্যাচের শেষ বাঁশি বাজে। শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

এ জয়ে চার পয়েন্ট নিয়ে বাছাইপর্বে সি-গ্রুপের টেবিলের শীর্ষে থাকলো সিঙ্গাপুর। হংকং আজ মঙ্গলবার ভারতকে ১-০ গোলে পরাজিত করে দুই ম্যাচে সিঙ্গাপুরের সমান চার পয়েন্ট অর্জন করেছে।

এর আগে ৮ মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি হাতছাড়া করে সিঙ্গাপুর। বামদিক থেকে হ্যারিস স্টুয়ার্টের লম্বা থ্রোতে জর্ডান এমাভিউর হেডে সং উয়ং ফাঁকা পোস্টে বল জালে জড়াতে ব্যর্থ হয়। ১৫ মিনিটে শাকিলের ক্রসে রাকিব পা ছোঁয়াতে ব্যর্থ হন।

৩০ মিনিটে ইকশান ফান্ডির শট এক হাতে রুখে দেন গোলরক্ষক মিতুল মার্মা। ৩১ মিনিটে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে শামিতের দুর্দান্ত পাসে রাকিব গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন।

৩৩ মিনিটে মধ্যমাঠ থেকে এগিয়ে যাওয়া ফাহমিদুলকে পিছন থেকে ধাক্কা দিয়ে হলুদ কার্ড পান ডিফেন্ডার রায়হান। হামজার ফ্রি-কিক অল্পের জন্য ক্রসবার দিয়ে বাইরে চলে যায়। ৩৯ মিনিটে আবারো শমিতের পাসে ফাহমিদুল দুজন ডিফেন্ডারের মাঝ দিয়ে শট নিতে ব্যর্থ হন।

৪৫ মিনিটে হ্যারিস স্টুয়ার্টের লম্বা থ্রো থেকে হারিস হারুনে শটে মিতুল ফিস্ট করলে সেই বল আবারো পেয়ে যায় হ্যারিস। তার ক্রসেই সংয়ের ডান পায়ের ভলিতে এগিয়ে যায় সিঙ্গাপুর।

এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের ইনজুরি টাইমে ম্যাচের প্রথম কর্ণার পেয়েছিল বাংলাদেশ। শমিত সোমের কর্ণার থেকে তপু বর্মনের হেডে আবারো কর্ণার পায় স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত কর্ণারের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

বিরতির পর তারিক কাজিম শাহর জায়গায় মাঠে নামেন শাহরিয়ার ইমন। ৫৯ মিনিটে হামি সাইহানের শট মিতুল মার্মা রুখে দিলে ফিরতি বলে ফান্ডি গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ৬৬ মিনিটে হামজার থ্রুতে রাকিব এক গোল পরিশোধ করলে বাংলাদেশ লড়াইয়ে ইঙ্গিত দেয়। রাকিবের গোলে স্টেডিয়াম ভর্তি ২১ হাজার দর্শক উল্লাসে ফেটে পড়ে।

ম্যাচে ফিরে আসার লক্ষ্যে ৭৩ মিনিটে জোড়া পরিবর্তণ করে বাংলাদেশ। হৃদয়ের স্থানে আলআমিন ও শাকিলের জায়গায় মোরসালিনকে নামানো হয়। শেষ ২০ মিনিটে অনেকটাই একপেশে ম্যাচ খেলে সিঙ্গাপুরের রক্ষনভাগ ব্যস্ত করে তুললেও কাঙ্খিত গোলের দেখা পায়নি বাংলাদেশ।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে জায়গা করে নিয়েছেন কানাডার ক্লাব ক্যাভালরি এফসির মিডফিল্ডার শমিত সোম। মূল দল থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।

ভুটানের বিপক্ষে আগের প্রীতি ম্যাচের দল থেকে জামাল ছাড়াও আরো বাদ পড়েছেন সোহেল রানা ও তাজউদ্দিন। শমিত ছাড়াও দলে জায়গা করে নিয়েছেন মো. হৃদয় ও শাকিল আহাদ তপু।

দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ম্যাচের আগে গ্রুপ ‘সি’-তে থাকা ভারত, হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ এই চার দলেরই সংগ্রহ ছিল সমান ১ পয়েন্ট করে। ঘরের মাঠে এই ম্যাচে জয়ী হয়ে বাংলাদেশের সামনে সুযোগ ছিল টেবিলের শীর্ষে ওঠার।



শেয়ার করুন :