অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী টিম চাহিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৯ মার্চ ২০১৯
অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী টিম চাহিল

ফাইল ছবি

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার টিম চাহিল। সকারুজদের হয়ে সর্বকালের সর্বোচ্চ এ গোলদাতা আজ তিনি বর্নাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘোষনা দেন।

আন্তর্জাতিক ফুটবল থেকে আগেই অবসর নেয়া অস্ট্রেলিয়ার হয়ে ১০৮টি ম্যাচে ৫০ গোল করা ৩৯ বছর চাহিল বর্তমানে ইন্ডিয়ান সুপার লীগে জামশেদপুরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে আর নবায়ন করবেন না বলে জানান তিনি।

গত নভেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন এভারটন ও মিলভালের সাবেক এই স্ট্রাইকার। খেলোয়াড় হিসেবে অবসর নিয়ে কোচিং ক্যারিয়ার গড়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। চাহিল অপটাস স্পোর্টস টেলিভিশনকে বলেন, ‘বর্তমান ফুটবলে আমি বয়োবৃদ্ধ। আমি খেলতেই পছন্দ করি। কিন্তু আপনারা জানেন আমার বয়স এখন ৩৯ বছর। ভারতে আমি অসাধারণ ছয়টি মাস কাটিয়েছি।

এখন আমি কোচিংয়ের ‘এ’ লাইসেন্স গ্রহনের চেষ্টায় মনোযোগ দেব। সেই সঙ্গে কিছুটা ভাল সময় কাটাতে চাই আমার পরিবার ও সন্তানদের সঙ্গে। এখন কোচ হিসেবে প্রশিক্ষন নেয়ার দিকেই মনোযোগ দিতে চাই এবং অনেক বেশী শিখতে চাই।’

এভারটন ও মিলভালের হয়ে খেলার কারণে দীর্ঘ প্রায় ১৪ বছর ইংল্যান্ডে কাটিয়েছেন চাহিল। গোল করেছেন ১০০টিরও বেশী। এরপর যুক্তরাষ্ট্র, চীন ও ভারতে ঘুরে বেড়ান তিনি।

সিডনিতে সামোয়ান মায়ের গর্ভে জন্ম নেয়া চাহিল ওয়েস্টার্ন সামোয়া অনূর্ধ্ব-২০ ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। এরপর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে জোর লবিংয়ের পর ২০০৪ সালে সকারুসদের অংশ হবার সুযোগ লাভ করেন তিনি।

দুই বছর পর জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম কোন অস্ট্রেলিয় হিসেবে গোলের দেখা পান চাহিল।২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও গোল করেছেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সাকে বিদায় করতে পারে ম্যানইউ : ডিয়েগো

বার্সাকে বিদায় করতে পারে ম্যানইউ : ডিয়েগো

ম্যানইউর স্থায়ী কোচ হিসেবে নিযুক্ত হলেন সুলশার

ম্যানইউর স্থায়ী কোচ হিসেবে নিযুক্ত হলেন সুলশার

তুরিনে ফিরেছেন ইনজুরি আক্রান্ত রোনালদো

তুরিনে ফিরেছেন ইনজুরি আক্রান্ত রোনালদো

আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না হিগুয়েইনকে

আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না হিগুয়েইনকে