লুকাকুর জোড়া গোলে শীর্ষে ইন্টার মিলান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০৭ জানুয়ারি ২০২০
লুকাকুর জোড়া গোলে শীর্ষে ইন্টার মিলান

রোমেলু লুকাকুর দুই গোলে নাপোলিকে ৩-১ গোলে পরাজিত করে সিরি-এ লিগের শীর্ষস্থানটি অক্ষুন্ন রেখেছে ইন্টার মিলান। অন্যদিকে সিরি-এ লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম হ্যাটট্রিকে কালিয়ারিকে ৪-০ গোলে পরাজিত করেও টেবিলের শীর্ষে উঠতে পারেনি জুভেন্টাস।

জয়ের ধারা ধরে রেখে লিগে নিজেদের আধিপত্য অক্ষুণ্ন রাখার জন্য নাপোলির মাঠে জয়টা জরুরি ছিল। আর এ জয়ের মাধ্যমে এন্টোনিও কন্টের দল স্তাদিও সাও পাওলোতে লিগে ২৩ বছর পর পরাজয়ের খরা কেটেছে। ১৮ ম্যাচ পর জুভেন্টাসের সাথে সমান ৪৫ পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ইন্টার।

এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে ল্যাজিও। রোববার ব্রেসিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ী হয়ে লিগে তাদের জয়ের ধারা ৯ ম্যাচে উন্নীত করেছে।

ইন্টারের তিনটি গোলের পিছনেই নাপোলির ভুল দায়ী ছিল। গত দুই মৌসুমের রানার্স-আপ নাপোলি এবার ১৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে। নাপোলির রক্ষণভাগকে অনেকটা একাই গুড়িয়ে দিয়ে শক্তিশালী শটে ১৪ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন লুকাকু।

৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এ বেলজিয়ান তারকা। এ গোলে অবশ্য গোলরক্ষক অ্যালেক্স মেরেতের ভুল ছিল। বিরতির ৬ মিনিট আগে পোলিশ স্ট্রাইকার আরকাদিয়াজ মিলিক নাপোলির হয়ে এক গোল পরিশোধ করেন।

৬২ মিনিটে নাপোলির রক্ষণভাগের আরেকটি অগোছালো পারফরমেন্সের সুযোগে লটারো মার্টিনেজের গোলে ইন্টারের জয় নিশ্চিত হয়। ১৯৯৭ সালের পর এটাই নেপলসে ইন্টারের প্রথম জয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফেডারেশন কাপের শিরোপা বসুন্ধরা কিংসের

ফেডারেশন কাপের শিরোপা বসুন্ধরা কিংসের

এস্পানিওলের কাছে হোঁচট খেল বার্সেলোনা

এস্পানিওলের কাছে হোঁচট খেল বার্সেলোনা

জয় দিয়ে বছর শুরু করে শীর্ষে রিয়াল মাদ্রিদ

জয় দিয়ে বছর শুরু করে শীর্ষে রিয়াল মাদ্রিদ

সুপার কাপে খেলা হচ্ছে না বার্সা গোলরক্ষকের

সুপার কাপে খেলা হচ্ছে না বার্সা গোলরক্ষকের