ইনজুরির কারণে মাঠের বাইরে লাকাজেত্তে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
ইনজুরির কারণে মাঠের বাইরে লাকাজেত্তে

হাঁটুর অস্ত্রোপচারের কারনে আগামী চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন আর্সেনালের ফ্রেঞ্চ স্ট্রাইকার আলেক্সান্দ্রে লাকাজেত্তে।

মঙ্গলবার লাকাজেত্তের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ইনজুরির মাত্রা খুব একটা ভয়াবহ না হলেও লাকাজেত্তের বিশ্রামে থাকাটা আর্সেনালের জন্য দু:সংবাদ বয়ে এনেছে। বিশেষ করে ইউরোপা লীগ, প্রিমিয়ার লীগ ও ইএফএল কাপে ব্যস্ত সূচীকে সামনে রেখে লাকাজেত্তেকে দলে প্রয়োজন ছিল। এই সময়ের মধ্যে সব মিলিয়ে লাকাজেত্তে সাতটি ম্যাচ মিস করবেন। এর মধ্যে রয়েছে ইউরোপা লীগে শেষ ৩২’র দুটি ম্যাচ, ইএফএল কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগের ম্যাচ ও লীগ ম্যাচ।

এছাড়া ফ্রান্স জাতীয় দলের হয়ে আগামী ২৩ ও ২৭ মার্চ কলম্বিয়া ও রাশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেও তিনি খেলতে পারবেন না। বিশ্ব কাপের প্রস্তুতির অংশ হিসেবে দিদিয়ের দেশ্যমের দল এই প্রীতি ম্যাচে অংশ নিতে যাচ্ছে।

লাকাজেত্তের অবর্তমানে সুইডিশ ক্লাব ওস্টারসান্ডের বিপক্ষে ইউরোপা লেগের দুই ম্যাচে পিয়েরে-এমেরিক অবামেয়াংককেই আক্রমনভাগের নেতৃত্ব দিতে হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানইউর সাবেক মিডফিল্ডার মিলার আর নেই

ম্যানইউর সাবেক মিডফিল্ডার মিলার আর নেই

মেসিকে নিয়ে একি বললেন হ্যাজার্ড

মেসিকে নিয়ে একি বললেন হ্যাজার্ড

ইন্টার মিলানে যোগ দেবেন আর্জেন্টিনার মার্টিনেজ

ইন্টার মিলানে যোগ দেবেন আর্জেন্টিনার মার্টিনেজ

প্রতিপক্ষের মাঠে কৃতিত্ব দেখিয়ে ফাইনালে বার্সা

প্রতিপক্ষের মাঠে কৃতিত্ব দেখিয়ে ফাইনালে বার্সা