নিজেদের মাঠে গ্রিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফের প্রথম লেগে এ জয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পথে এগিয়ে গেল ক্রোয়েশিয়া।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই গ্রিসের উপর আক্রমণ করে খেলতে থাকে স্বাগতিক ক্রোয়েশিয়া। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৩ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন রিয়াল তারকা লুকা মদ্রিচ। গ্রিসের এক খেলোয়াড় ব্যাকপাস দিয়েছিলেন গোলকিপারকে। কিন্তু গোলরক্ষক সেটি নিয়ন্ত্রণে নিতে পারেননি। উল্টো ফাউল করে বসেন। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ মদ্রিচ।
পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন নিকোলা কালিনিচ। বাঁ-দিক থেকে ইভান স্ট্রিনিচের বল পেয়ে ডান পায়ের জোড়াল শটে জালে বল জালে জড়ান কালিনিচ।
ম্যাচের ৩০ মিনিটে গ্রিসের হয়ে ব্যবধান কমিয়ে খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিলেন পাপাস্টাথোপলস। তবে দুই মিনিট পরই আবার ব্যবধান বাড়ায় ক্রোয়েশিয়া। সিমে ভার্সকোর ক্রস থেকে হেডে দলের তৃতীয় দলটা করেন ইভান পেরিসিচ।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৯ মিনিটে ব্যবধান ৪-১ করেন আন্দ্রেজ ক্রামারিচ। আর এ গোলে বড় জয় নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার। আগামী ১২ নভেম্বর ফিরতি লেগে গ্রিসের মাঠে মুখোমুখি হবে দুই দল।