নাটোরে প্রথমবারের মত হকি টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২৩ ডিসেম্বর ২০১৭
নাটোরে প্রথমবারের মত হকি টুর্নামেন্ট

উত্তর বঙ্গের পাঁচটি জেলার মোট ৮টি দলের অংশগ্রহণে নাটোরে প্রথমবারের মত হকি টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল এমপি।

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাটোর জেলা ক্রীড়া সংস্থা ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য ছয়টি দল হলো- দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা, রংপুর হকি ক্লাব, পঞ্চগড় হকি ক্লিনিক এবং রাজশাহীর উপশহর স্পোর্টিং ক্লাব, সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব ও প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র।

নাটোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মনিরুজ্জামান ভূঞার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সৈয়দ মর্তূজা বাবলু ও সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল।

আগামী সোমবার ও মঙ্গলবার দু’টি সেমি ফাইনাল শেষে শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকায় শুরু হচ্ছে জাতীয় অ্যাথলেটিক্স

ঢাকায় শুরু হচ্ছে জাতীয় অ্যাথলেটিক্স

ফাইনালের আগে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

ফাইনালের আগে ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

নতুন সূচিতে ম্যাচ বাড়লো বাংলাদেশের

নতুন সূচিতে ম্যাচ বাড়লো বাংলাদেশের

অ্যাশেজ পুনরুদ্ধার করলো অস্ট্রেলিয়া

অ্যাশেজ পুনরুদ্ধার করলো অস্ট্রেলিয়া