অলিম্পিক ইতিহাসে প্রথম, একদিনে দুই সহোদরের পদক জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ২৬ জুলাই ২০২১
অলিম্পিক ইতিহাসে প্রথম, একদিনে দুই সহোদরের পদক জয়

প্রথমে স্বর্ণপদক জিতলেন বোন উতা আবে, ঘন্টা খানে পর স্বর্ণপদক জিতলেন আবে হিফুমি। এর মাধ্যমেই অলিম্পিক ইতিহাসে এক প্রথমের তালিকায় ঢুকে গেলেন উতা আবে এবং আবে হিফুমি। প্রথম সহোদর হিসেবে একই দিনে স্বর্ণ জয়ের কীর্তি গড়েছেন তারা।

রোববার (২৫ জুলাই) অলিম্পিকে জুডো ইভেন্টে মেয়েদের ৫২ কেজি শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন উতা আবে। বোনের সাফল্যের পর ছেলেদের ৬৬ কেজি শ্রেণিতে স্বর্ণপদক বাগিয়ে নেন ভাই আবে হিফুমি। এর মাধ্যমে অলিম্পিকের ইতিহাসে একই দিনের দুই সহোদর স্বর্ণ জয়ের কীর্তি গড়েন।

জর্জিয়ার ভাজা মার্গভেলাশভিলিকে হারিয়ে স্বর্ণ জিতেন হিফুমি। আর ব্রোঞ্জ জিতেন যৌথভাবে দক্ষিণ কোরিয়ার আন বউল এবং ব্রাজিলের দানিয়েল কাগনিন।

জুড়োতে এখনও তিনটি স্বর্ণপদক জিতেছে জাপান। এর আগে ছেলেদের ৬০ কেজি ওজনে স্বর্ণপদক জিতেছেন তাকাতো নাওহিসা।

দলীয় এবং ব্যক্তিগত ইভেন্টে এর আগে অসংখ্যবারই সহোদররা অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন। তবে একইদিনে দুই সহোদরের জয়ের রেকর্ডে এটিই প্রথম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকের নতুন ইভেন্টে সোনা জিতলো জাপান

অলিম্পিকের নতুন ইভেন্টে সোনা জিতলো জাপান

অলিম্পিকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলো আইওসি

অলিম্পিকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলো আইওসি

টানা তিন স্বর্ণপদকে রেকর্ডবুকে হাঙ্গেরিয়ান অ্যারন সিলাগি

টানা তিন স্বর্ণপদকে রেকর্ডবুকে হাঙ্গেরিয়ান অ্যারন সিলাগি

সাঁতারে রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার স্বর্ণজয়

সাঁতারে রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার স্বর্ণজয়