আবারও দুই বোনের লড়াই দেখবে টেনিস বিশ্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১১ মার্চ ২০১৮
আবারও দুই বোনের লড়াই দেখবে টেনিস বিশ্ব

ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টে মহিলা বিভাগের তৃতীয় রাউন্ডে উঠেছেন দুই বোন সেরেনা ও ভেনাস উইলয়ামস। হল্যান্ডের বিকি বার্টেনসকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উন্নীত হওয়া সেরেনার প্রতিদ্বন্দ্বি এখন বোন ভেনাস উইলিয়ামস।

বর্ণাঢ্য ক্যারিয়ারে সেরেনা-ভেনাস এ পর্যন্ত মোট ২৮ বার মুখোমুখি হয়েছেন এবং ২০১৭ অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে ভেনাসকে ৬-৪, ৬-৪ গেমে হারানোর পর ডব্লুটিএ টুর্নামেন্টে এই প্রথম মুখোমুখি হচ্ছেন সেরেনা।

গত সেপ্টেম্বরে প্রথম সন্তান জন্ম দেয়ার পর এই প্রথম কোন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। দ্বিতীয় রাউন্ডে মাত্র দুই ঘণ্টারও কম সময়ে নেদারল্যান্ডের বের্টেনসকে ৭-৬ (৭/৫), ৭-৫ গেমে পরাজিত করেন সেরেনা।

পক্ষান্তরে মাত্র ৭৯ মিনিট স্থায়ী ম্যাচে বিশ্বের ৩৫ নম্বর খেলোয়াড় সোরানা কির্স্টিয়াকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ভেনাস। ছোট বোন ভেনাসের বিপক্ষে এ পর্যন্ত ১৭ ম্যাচে জয়ী এবং ১১ ম্যাচে পরাজিত হয়েছেন সেরেনা।

ইন্ডিয়ানস ওয়েলসে ২০০১ আসরের সেমিফাইনালে খেলার কথা ছিল দুই বোনের। তবে সে বছর ভেনাস নাম প্রত্যাহার করে নেয়ায় ওয়াকওভার পেয়েছিলেন সেরেনা। দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন এলিনা সভিতোলিনা ও কার্লা সুয়ারেজ নাভারোও।

চতুর্থ বাছাই সভিতলোনা ৬-৪, ৬-৩ গেমে জার্মানির মোনা বার্থেলের বিপক্ষে জয়ী হয়ে তৃতীয় রাউন্ডে এখন নাভারোর মোকাবেলা করবেন। স্পেনের নাভারো ৬-৪, ২-৬, ৬-৩ গেমে তাইওয়ানের হেসিহ সু- ওয়েইকে পরাজিত করেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম রাউন্ডেই শেষ শারাপোভা

প্রথম রাউন্ডেই শেষ শারাপোভা

জয় দিয়ে সেরেনার প্রত্যাবর্তন

জয় দিয়ে সেরেনার প্রত্যাবর্তন

আফ্রিকার শিশুদের জন্য কোর্টে ফেদেরার-গেটস

আফ্রিকার শিশুদের জন্য কোর্টে ফেদেরার-গেটস

আবারও ফিরব, লড়াই করব

আবারও ফিরব, লড়াই করব