সেমিতে পোর্তো-রাওনিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৭ মার্চ ২০১৮
সেমিতে পোর্তো-রাওনিক

ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টের পুরুষ এককের সেমিফাইনাল নিশ্চিত করেছেন ষষ্ঠ বাছাই আর্জেন্টিনার হুয়ান ডেল পোর্তো ও ৩২তম বাছাই কানাডার মিলোস রাওনিক। দু’জনই তিন সেট লড়াইয়ের পর শেষ চারের টিকিট নিশ্চিত করেন।

কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষই পেয়েছিলেন পোর্তো। ৩১তম বাছাই জার্মানির ফিলিপ কোশেলচেইবারকে। কিন্তু প্রথম সেটেই ধাক্কা খান পোর্তো। ৩-৬ গেমে সেটটি হারেন তিনি। অবশ্য এরপরই জ্বলে উঠেন পোর্তো। শেষ দুই সেট ৬-৩ ও ৬-৪ গেমে জিতে নেন তিনি। সেই সাথে সেমিতে নিজের নাম লেখান পোর্তো। ম্যাচ শেষে আনন্দিত পোর্তো বলেন, এ জন্য, ‘প্রথম সেটে ভালো খেলতে পারিনি। তবে শেষ দুই সেটে ভালো খেলেছি। নিজের খেলায় আমি সন্তুষ্ট।’

টুর্নামেন্টে অন্য এক কোয়ার্টার ফাইনালে রাওনিকের প্রতিপক্ষ ছিলেন ১৮তম বাছাই যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরি। প্রথম সেট জিতে শুভ সূচনা করেন রাওনিক। ৭-৫ গেমে সেটটি জিতে নেন তিনি। তবে পরের সেটেই ঘুড়ে দাঁড়ান কুয়েরি। ২-৬ গেমে সেটটি জিতে ম্যাচে সমতা আনেন তিনি।

তবে তৃতীয় ও শেষ সেটে কুয়েরিকে আর সুযোগ দেননি রাওনিক। ৬-৩ গেমে সেটটি জিতে সেমির লাইন-আপে নিজের নাম তুলেন রাওনিক। সেমিতেও ভালো পারফরমেন্স করার ব্যাপারে আশাবাদি রাওনিক, ‘এ ম্যাচটি জিততে কিছুটা বেগ পেতে হয়েছে আমাকে। তবে সেমির ম্যাচে আরো ভালো খেলতে হবে আমাকে। বেশক’টি ভুল শুধরাতে হবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

১৭ বছর পর সেমিতে ভেনাস

১৭ বছর পর সেমিতে ভেনাস

বড় বোনের কাছে হেরে গেলো ছোট বোন

বড় বোনের কাছে হেরে গেলো ছোট বোন

শীর্ষস্থান ধরে রাখার লরাইয়ে ফেদেরার

শীর্ষস্থান ধরে রাখার লরাইয়ে ফেদেরার

আবারও ফিরব, লড়াই করব

আবারও ফিরব, লড়াই করব