ভারতীয় তরুণের হাত ধরে যুক্তরাষ্ট্রের উইম্বলডন জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ এএম, ১৩ জুলাই ২০২১
ভারতীয় তরুণের হাত ধরে যুক্তরাষ্ট্রের উইম্বলডন জয়

টেনিস কোর্টে ভারতের সবচেয়ে বড় তারকার নাম সানিয়া মির্জা। সানিয়া পরবর্তী টেনিস বিশ্বে ভারতের তারকা কে হবেন তার খোঁজ চলছে। তবে এরই মধ্যে হইচই ফেলে দিয়েছেন ১৭ বছর বয়সী এক টেনিস খেলোয়াড়। জুনিয়র উইম্বলডনে শিরোপা জিতেছেন সমীর বন্দোপাধ্যায় নামে এক ভারতীয় তরুন। তবে তা নিজ দেশ ভারতের হয়ে নয়, অংশ নিয়েছিলেন মার্কিন মুলুকের হয়ে।

উইম্বডনের ফাইনালে প্রতিদ্বন্দ্বী ভিক্টর লিলোভকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছেন সমীর। ফাইনাল জয়ের পর সমীর বলেন, ‘ফাইনাল উঠার পরেও ভাবিনি উইম্বলডন জিতবো। ঘাসের কোর্টে প্রথমবার খেলতে এসেছিলাম। তাই ভেবেছিলাম সর্বোচ্চ একটি ম্যাচ জিততে পারব। সেখানে আমি উইম্বলডন জিতে ফেললাম! এরপর আমার জীবন কোন দিকে বাঁক নেবে সেটি আমি নিজেও জানি না। তবে এ ট্রফি বাড়ির একেবারে মাঝখানে রেখে দেব, যাতে সব সময় আমার নজরে পড়ে।’

ফাইনাল জিততে সমীরকে খুব বেশি কষ্ট করতে হয়নি। মাত্র ১ ঘন্টা ২২ মিনিটের লড়াইয়ে ভিক্টরকে ৭-৫,৬-৩ গেমের সরাসরি সেটে হারিয়েছিলেন তিনি। জুনিয়র উইম্বলডনে সিঙ্গেলসের পাশাপাশি ডাবলসেও অংশ নিয়েছিলেন সমীর। তবে ডাবলসে সেমিফাইনাল থেকে বিদায় নেন। তবে সিঙ্গেলসে ভুল করেননি, জিতেছেন প্রথম শিরোপা।

ফাইনাল জয়ের পর সমীর আরও বলেন, ‘মাত্রই ক্যারিয়ার শুরু করেছি। এখানে ভালো খেলার লক্ষ্য নিয়ে এসেছিলাম। যাই হোক শিরোপা জিততে পেরে ভালোই লাগছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উইম্বলডন জিতে নতুন রেকর্ড জোকোভিচের

উইম্বলডন জিতে নতুন রেকর্ড জোকোভিচের

সেরেনার পর এবার সরে দাঁড়ালেন হালেপ

সেরেনার পর এবার সরে দাঁড়ালেন হালেপ

সেরেনাকে টোকিও অলিম্পিকে দেখা যাবে না

সেরেনাকে টোকিও অলিম্পিকে দেখা যাবে না

রেকর্ডের দ্বারপ্রান্তে সানিয়া মির্জা

রেকর্ডের দ্বারপ্রান্তে সানিয়া মির্জা