ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন জোকোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২২
ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন জোকোভিচ

করোনা ইস্যুতে কাগজপত্র ঠিক না থাকায় বিশ্বের এক নাম্বার টেনিস তারকা নোভাক জোকোভিচকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেয়নি সে দেশের সরকার। যার জন্য অস্ট্রেলিয়ান ওপেনে তার অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে। এমতাবস্থায় অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেছিলেন জোকোভিচ। তবে সে আপিল ধোঁপে টেকেনি।

বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। জানা যায়, ২০২১ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। এমনটাই জানিয়েছে শীর্ষ এক অস্ট্রেলিয়ান গণমাধ্যম।

বুধবার (৫ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে পা রেখেছিলেন জোকোভিচ। সেখানে বিদেশী নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে কাগজপত্রের উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি সার্বিয়ান তারকা। তাই তাকে বিমানবন্দরেই আটকে দেয়া হয়।

করোনা ভাইরাস ঠেকাতে কঠিন নিয়ম জারি করেছে অস্ট্রেলিয়ান সরকার। নিয়মানুযায়ী, সর্বশেষ ছয় মাসের মধ্যে করোনা আক্রান্ত কেউ অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবে না। সেখানে ডিসেম্বরের ১৬ তারিখ প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন জোকোভিচ। যদিও তার জ্বর কিংবা করোনার অন্য কোনো লক্ষণ ছিলো না।

ভিসা বাতিল হওয়ার ফলে এবারের আসর তো বটেই, আগামী তিন বছরের জন্য অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা। এই ব্যাপারে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স (এবিএফ) জানায়, ‘একজন ব্যক্তির ভিসা একবার বাতিল করা হলে সে তিন বছর বা তারও অধিক সময়ের জন্য অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।’

ওইদিকে জোকোভিচকে খেলানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন টুর্নামেন্ট ডিরেক্টর ক্রাইগ ডিলে। যদিও এটা বেশ কঠিন। সোমবার (১৭ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসর। বিশ্বে টেনিসের অন্যতম মর্যাদার এই আসরে সর্বাধিক নয় বারের চ্যাম্পিয়ন 'জোকার' খ্যাত এই সার্বিয়ান তারকা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভিসা বাতিল, অস্ট্রেলিয়ার বিমানবন্দরে আটকা জকোভিচ

ভিসা বাতিল, অস্ট্রেলিয়ার বিমানবন্দরে আটকা জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে লাগবে ভ্যাকসিন সনদ

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে লাগবে ভ্যাকসিন সনদ

ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে শঙ্কায় জকোভিচ

ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে শঙ্কায় জকোভিচ

মেদভেদেভকে হারিয়ে প্যারিস মাস্টার্সের শিরোপা জিতলেন জোকোভিচ

মেদভেদেভকে হারিয়ে প্যারিস মাস্টার্সের শিরোপা জিতলেন জোকোভিচ