টেনিস কোর্ট থেকে যুদ্ধের ময়দানে সের্গেই স্ট্যাখভস্কি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
টেনিস কোর্ট থেকে যুদ্ধের ময়দানে সের্গেই স্ট্যাখভস্কি

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই ইউক্রেনের সাধারণ জনগণ নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়েছে। দেশের জন্য সবাই জীবন দিতে প্রস্তুত। এবার এই তালিকায় যুক্ত হলেন ইউক্রেনের সাবেক টেনিস খেলোয়াড় সের্গেই স্ট্যাখভস্কি।

রাশিয়া ইউক্রেন আক্রমণের আগে গত সপ্তাহে ইউক্রেনের রিজার্ভ সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন স্ট্যাখভস্কি। তিনি বলেছেন। যদিও তার সামরিক অভিজ্ঞতার অভাব। তবে তিনি বন্দুক চালাতে পারেন।

৩৬ বছর বয়সী স্টাখভস্কি টেনিসে চারটি এটিপি শিরোপা জিতেছিলেন। ২০১৩ সালে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রজার ফেদেরারের বিরুদ্ধেও খেলেছিলেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি জানান, ইউক্রেনকে রক্ষা করতে হাতে অস্ত্র নিয়ে ইচ্ছুক তিনি।

স্ট্যাখভস্কি স্কাই নিউজকে বলেন, ‘অবশ্যই, আমি লড়াই করব। এটাই একমাত্র কারণ যে আমি ফিরে আসার চেষ্টা করছি। আমি গত সপ্তাহে রিজার্ভের জন্য যুক্ত হয়েছি। আমার সামরিক অভিজ্ঞতা নেই, তবে ব্যক্তিগতভাবে বন্দুক চালানোর অভিজ্ঞতা আছে।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা এবং ভাই সার্জন ছিলেন। তারা চিন্তামুক্ত। আমি তাদের সাথে প্রায়ই কথা বলি তারা মাটির নিচে ঘুমায়। আমরা কেউই বিশ্বাস করিনি যে এমন পরিস্থিতি আসতে পারে। তবুও এসেছে।’

সাবেক হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্লিটসকোও এই মাসে ইউক্রেনের রিজার্ভ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। তিনি জানান, দেশের প্রতি ভালোবাসা তাকে যুদ্ধে নামাতে বাধ্য করেছে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ : চেলসির প্রতি বৈরি আচরণের কারণ বুঝতে পারছেন টুখেল

ইউক্রেন যুদ্ধ : চেলসির প্রতি বৈরি আচরণের কারণ বুঝতে পারছেন টুখেল

ইউক্রেন যুদ্ধ : রাশিয়ার বিপক্ষে খেলতে পোল্যান্ডের অস্বীকৃতি

ইউক্রেন যুদ্ধ : রাশিয়ার বিপক্ষে খেলতে পোল্যান্ডের অস্বীকৃতি

ইউক্রেন যুদ্ধ: বিশ্বকাপ বাছাইয়ে রাশিয়ায় খেলতে নারাজ তিন দেশ

ইউক্রেন যুদ্ধ: বিশ্বকাপ বাছাইয়ে রাশিয়ায় খেলতে নারাজ তিন দেশ

দেশের যুদ্ধাবস্থাতেও সিটিজেনদের হয়ে নামবেন জিজিনকো

দেশের যুদ্ধাবস্থাতেও সিটিজেনদের হয়ে নামবেন জিজিনকো