২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আশাবাদী জোকোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ পিএম, ১২ জুলাই ২০২২
২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আশাবাদী জোকোভিচ

করোনা ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েও দেশটি থেকে বিতাড়িত হয়েছিলেন নোভাক জোকোভিচ। একই কারণে খেলতে পারেননি ফ্রেঞ্চ ওপেন। তবে উইম্বলডন খেলতে ছিল না কোনো বাঁধা। এমনকি টুর্নামেন্টও জিতে নিয়েছেন তিনি। উইম্বলডন জয়ের পর জোকোভিচ ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন খেলতে আশাবাদী।

২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জেতা নোভাক জোকোভিচকে নিয়ে ২০২২ সালে প্রত্যাশাটা ছিল অনেক বেশি। সমর্থকদের হতাশ করেছেন তিনি নিজেই। তবে সেটা পারফর্মেন্স দিয়ে নয় বরং, টুর্নামেন্ট খেলতে না পারার কারণে।

কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি জোকোভিচ। একই কারণে ছিলেন না ফ্রেঞ্চ ওপেনে, এমনকি সন্দেহ আছে ইউএস ওপেন খেলা নিয়ে।

২০২৩ সাল থেকে কোভিড ভ্যাকসিন না নিলেও টুর্নামেন্টে খেলা যাবে এমন আশা করছেন জোকোভিচ। বলেন, “আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনের জন্য নিয়ম বদলাবে। আমি অস্ট্রেলিয়া ও ইউএসে খেলতে পছন্দ করি। পরের বছর এই দুই টুর্নামেন্টে খেলতে আমি আগ্রহী।”

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়ে বেশ ঝামেলা বাঁধিয়ে ছিলেন নোভাক জোকোভিচ। কোভিড ভ্যাকসিন না নেওয়া দেশটিতে প্রবেশের অনুমতি পাননি। শেষ পর্যন্ত খেলতে না পেরে তাকে ফিরে আসতে হয়েছিল।

সব গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে কোভিড ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক হলেও উইম্বলডনে এই নিয়ম শিথিল ছিল। তাই এই টুর্নামেন্টে খেলতে পেরেছেন তিনি। এমনকি জিতে নিয়েছেন টুর্নামেন্টের শিরোপা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই যুগের বেশি সময় পর র‍্যাঙ্কিংয়ে জায়গা হারালেন ফেদেরার

দুই যুগের বেশি সময় পর র‍্যাঙ্কিংয়ে জায়গা হারালেন ফেদেরার

দারুণ প্রত্যাবর্তনে এলেনা রিবাকিনার প্রথম গ্র্যান্ড স্লাম

দারুণ প্রত্যাবর্তনে এলেনা রিবাকিনার প্রথম গ্র্যান্ড স্লাম

ইসনার দাপটে উইম্বলডন ক্যারিয়ারে মারের ‌‘দ্রুততম’ বিদায়

ইসনার দাপটে উইম্বলডন ক্যারিয়ারে মারের ‌‘দ্রুততম’ বিদায়

কাতারের পর উইম্বলডনেও নিষিদ্ধ সমর্থকদের ‘অবাধ মেলামেশা’

কাতারের পর উইম্বলডনেও নিষিদ্ধ সমর্থকদের ‘অবাধ মেলামেশা’