১৪ বারের মত বাসেল ওপেনের ফাইনালে ফেদেরার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৮ অক্টোবর ২০১৮
১৪ বারের মত বাসেল ওপেনের ফাইনালে ফেদেরার

ডানিল মেদভেদেভকে সেমিফাইনালে পরাজিত করে সুইস ইনডোরের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। শনিবার ফেদেরার ৬-১, ৬-৪ গেমে জয়ী হয়ে ১৪ বারের মত বাসেল ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন।

মাত্র ৬৪ মিনিটে তিনি মেদভেদেভকে পরাজিত করে টানা ১২বারের মত এই টুর্ণামেন্টের ফাইনালে উঠেছেন। মেদভেদেভ গত মাসে টোকিও ওপেনের শিরোপা জিতেছিলেন। চলতি মাসের শুরুতে সাংহাই মাস্টার্সের প্রথম রাউন্ডে ফেদেরারের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন রাশিয়ান সপ্তম বাছাই মেদভেদেভ।

ম্যাচ শেষে ফেদেরার বলেছেন, ‘এটা আমার জন্য দারুন একটি জয় ছিল। সাংহাইতে মেদভেদেভ আমাকে বেশ সমস্যায় ফেলেছিল। আজকের ম্যাচে অল্প কিছু ভুল করা ছাড়া কোর্টে আমি স্বাচ্ছ্যন্দেই ছিলাম। আমি আমার অভিজ্ঞতাকে ব্যবহার করেছি।’

দ্বিতীয় সেটের সপ্তম, নবম ও ১০ম গেমে মেদভেদেভ ম্যাচ পয়েন্ট রক্ষা করেছেন।

ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ রোমানিয়ার ৯৩তম র‌্যাঙ্কধারী মারিয়াস কোপিল। সেমিফাইনালে কোপিল ৬-৩, ৬-৭ (৬/৮), ৬-৪ গেমে জার্মানীর দ্বিতীয় বাছাই আলেক্সান্দার জেভরেভকে পরাজিত করে অঘটন ঘটিয়েছেন। প্রায় এক দশক পরে অবাছাই কোন খেলোয়াড় হিসেবে বাসেলের ফাইনাল নিশ্চিত করেছেন কোপিল।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

তাই জু-র কাছেই সাইনার বিদায়

তাই জু-র কাছেই সাইনার বিদায়

সাংহাইতে জোকোভিচের চতুর্থ শিরোপা জয়

সাংহাইতে জোকোভিচের চতুর্থ শিরোপা জয়

অন্তঃস্বত্ত্বার খবর গুজব : মারিয়া শারাপোভা

অন্তঃস্বত্ত্বার খবর গুজব : মারিয়া শারাপোভা

হংকং ওপেন থেকে সড়ে দাঁড়ালেন ওসাকা

হংকং ওপেন থেকে সড়ে দাঁড়ালেন ওসাকা