চতুর্থ রাউন্ডে নাদাল ও ফেদেরার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯
চতুর্থ রাউন্ডে নাদাল ও ফেদেরার

সরাসরি জয় পেয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল ও তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

তৃতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ছিলেন ২৭তম বাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর। শক্তি বিচারে ম্যাচ জয়ের ক্ষেত্রে বেশ এগিয়ে ছিলেন নাদাল। ম্যাচ শুরুর প্রথম রাউন্ডে সেটি প্রমাণও করেন তিনি। ৬-১ গেমে প্রথম সেট জিতে নেন নাদাল।

এরপর পরের সেট দু’টি জিততেও কোন বেগ পেতে হয়নি নাদালকে। ৬-২ ও ৬-৪ গেমে পরের দু’টি সেট জিতে নেন তিনি। সমাপ্তি ঘটে ২ ঘণ্টা ২২ মিনিটের লড়াই।

ম্যাচ জয়ের পর নাদাল বলেন, ‘বেশ সহজেই জিতেছি। বেশ কিছু ভুল শুধরেও নিয়েছি। পরের ম্যাচগুলোতে এমন পারফরমেন্স আশা করি আমি।’

নাদালের মত সহজ জয়ে চতুর্থ রাউন্ডে নাম লিখিয়েছেন ফেদেরার। অবাছাই যুক্তরাষ্ট্রের টেইলর হ্যারি ফ্রিৎকে ৬-২, ৭-৫ ও ৬-২ গেমে হারিয়ে দেন ফেদেরার। সহজে জিতলেও নিজের পারফরমেন্সে খুশি নন ফেদেরার।

তিনি বলেন, ‘আরো ভালো টেনিস খেলতে পারলে ভালো লাগতো। আজ নিজেকে নিয়ে বেশ কিছু পরীক্ষা-নীরিক্ষা করেছি। যা পরবর্তীতে কাজে দিবে। পরের রাউন্ডে আরও ভালো খেলাই আমার প্রধান লক্ষ্য।’


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নের বিপক্ষে শারাপোভার ঘাম ঝরানো জয়

চ্যাম্পিয়নের বিপক্ষে শারাপোভার ঘাম ঝরানো জয়

তৃতীয় রাউন্ডে হালেপ-সেরেনা-ভেনাস

তৃতীয় রাউন্ডে হালেপ-সেরেনা-ভেনাস

২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ে সেরেনার সামনে কঠিন ড্র

২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ে সেরেনার সামনে কঠিন ড্র

সংবাদ সম্মেলনে এসে কেন কাঁদলেন টেনিস তারকা?

সংবাদ সম্মেলনে এসে কেন কাঁদলেন টেনিস তারকা?