মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন ফেদেরার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৩ পিএম, ০১ এপ্রিল ২০১৯
মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন ফেদেরার

ছবি : এএফপি

দুবাইয়ে শিরোপার সেঞ্চুরি পূরণ করে আরও অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন রজার ফেদেরার। মিয়ামি ওপেনেও জিতলেন আরেকটি শিরোপা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জন ইসনারকে সহজে হারিয়ে তার এখন এটিপি শিরোপার সংখ্যা দাঁড়ালো ১০১টি।

৩৭ বছর বয়সী ফেদেরার ২৪ মিনিটে জিতে নেন প্রথম সেট। ৬-১ গেমে জেতার পর দ্বিতীয় সেটে লড়াই করার চেষ্টা করেন ইসনার। তবে ২০টি গ্র্যান্ড স্লাম জেতা ফেদেরারকে রুখে দেওয়ার মতো সামর্থ্য হয়নি শেষ পর্যন্ত। হেরে গেছেন ৬-৪ গেমে।

প্রথমবার এই মিয়ামি ওপেনে ফেদেরার খেলেছেন ১৯৯৯ সালে। ২০ বছর পর একই জায়গায় দাঁড়িয়ে শিরোপা জেতার উচ্ছ্বাসটা অন্যরকম ভাবে ছুঁয়ে গেছে তাকে।

তার ভাষায়, ‘অসাধারণ একটি সপ্তাহ গেলো। এই মুহূর্তে সত্যি খুব আনন্দ লাগছে। অবিশ্বাস্য বলতেই হচ্ছে, আমি এখানে প্রথমবার খেলি ১৯৯৯ সালে। আর এখন ২০১৯! এর মানে আমার কাছে বহু কিছু।’


শেয়ার করুন :


আরও পড়ুন

সেমিফাইনালে ফেদেরার, প্রতিপক্ষ শাপোভালোভ

সেমিফাইনালে ফেদেরার, প্রতিপক্ষ শাপোভালোভ

টেনিস তারকা কেভিতোভার হামলাকারীর ৮ বছরের জেল

টেনিস তারকা কেভিতোভার হামলাকারীর ৮ বছরের জেল

মিয়ামি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা

মিয়ামি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা

আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি