মহিলা দ্বৈতের শিরোপা ব্যাবোস-মলাদেনোভিচের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ এএম, ২৭ জানুয়ারি ২০১৮
মহিলা দ্বৈতের শিরোপা ব্যাবোস-মলাদেনোভিচের

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলা দ্বৈতের শিরোপা জিতলেন পঞ্চম বাছাই তিয়েমা বাবোস ও ক্রিস্টিনা মলাদেনোভিচ জুটি।

শুক্রবার রড লাভের অ্যারিনায় অনুষ্ঠিত ফাইনালে হাঙ্গেরিয়ারবাবোস ও ফ্রান্সের মলাদেনোভিচ জুটি সরাসরি ৬-৪ ও ৬-৩ গেমে রাশিয়ার একাতেরিনা মাকারোভা ও এলেনা ভেসনিনা জুটিকে হারিয়ে প্রথমবারের মত গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয় করেন।

খেলা শেষে আবেগ আপ্লুত হাঙ্গেরিয়ান তারকা বাবোস বলেন, ‘এর অনুভুতি বিশাল। জয়ের পর আমার চোখে পানি চলে আসছিল।’ মলাদেনোভিচকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আপনার সঙ্গে খেলাটাও দারুন হয়েছে।’

২০১৪ সালের উম্বলডনে শিরোপার বেশ কাছাকাছি পৌঁছানোর পর প্রথমবারের মত কোন গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন তারা। উইম্বলডনে ফাইনালে পৌঁছানোর পর তারা হেরে গিয়ে শিরোপা বঞ্চিত হয়েছিলেন।

গ্র্যান্ড স্ল্যাম জিততে না পারলেও এই জুটি এরই মধ্যে জয় করেছে তিনটি দ্বৈত শিরোপা। যার সবগুলোই জয় করেছে ২০১৫ সালে। এ সময় তারা জিতে নেয় দুবাই, মারাকেচ ও রোম টুর্নামেন্টের শিরোপা।


শেয়ার করুন :


আরও পড়ুন

মহিলা একেকের ফাইনালে ওজনিয়াকি ও হালেপ

মহিলা একেকের ফাইনালে ওজনিয়াকি ও হালেপ

দাপটের সঙ্গে এডমুন্ডকে হারিয়ে ফাইনালে চিলিস

দাপটের সঙ্গে এডমুন্ডকে হারিয়ে ফাইনালে চিলিস

ছিটকে গেলেন শারাপোভা

ছিটকে গেলেন শারাপোভা

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টারে নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টারে নাদাল