ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শেষ হয়েছে দুই দিনব্যাপী আন্তঃজেলা নারী দাবা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকদের সনদ প্রধান করা হয়েছে।
রোবাবর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমান আলী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী ও দাবা সাব-কমিটির আহবায়ক আনজুমান আরা আকসির।
এছাড়া অন্যানের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী, দাবা সাব-কমিটির সদস্য সচিব শিরীন আক্তার চৌধুরীসহ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ১৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ পরিচালনা করছেন দাবার ইন্টারন্যাশনাল অর্গানাইজার ও ন্যাশনাল ইনস্ট্রাক্টর মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি এবং সহকারী প্রশিক্ষক ইয়াসিন আরাফাত ও আহসান আলী জুয়েল।