ভুটানের বিপক্ষে হোঁচট খেয়ে শিরোপা খোয়ালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৯ আগস্ট ২০২৫
ভুটানের বিপক্ষে হোঁচট খেয়ে শিরোপা খোয়ালো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে ভুটানের বিপক্ষে হোঁচট খেয়ে শিরোপা হারালো বাংলাদেশ। বিপরীতে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয় নিশ্চিত করলো ভারতের মেয়েরা।

শুক্রবার (২৯ আগস্ট) স্বাগতিক ভুটানের সাথে ১-১ গোলে ড্র করে বাংলাদেশের মেয়েরা। ফলে মূল্যবান পয়েন্ট হারায় বাংলাদেশ দল। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করে বাংলাদেশ।

দ্বিতীয় স্থানে থাকায় শিরোপা জয়ে ভারতের দিকে তাকিয়ে থাকতে হয়েছে বাংলাদেশের। কারণ ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা ভারত মুখোমুখি হয়েচিল নেপালের বিপক্ষে।

দিনের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন হবে ভারত। নেপালকে ৪-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারতের মেয়েরা। নেপালের কাছে ভারত হারলে শিরোপা জয়ের আশা টিকে থাকতো বাংলাদেশের।

স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা করেছিল বাংলাদেশ। এরপর ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। তবে পরের ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারায় দেয় বাংলাদেশ। ফিরতি লিগে নেপালকে আবারও উড়িয়ে দেয় তারা। ৪-১ গোলে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের সাথে আজ ড্র করে টুর্নামেন্টে প্রথম পয়েন্টের দেখা পায় ভুটান। ৫ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে তারা। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে নেপাল।

৩১ আগস্ট একই ভেন্যুতে লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।



শেয়ার করুন :