সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ২২ সেপ্টেম্বর

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:১৭ এএম, ২৬ আগস্ট ২০২০
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ২২ সেপ্টেম্বর

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.তানজিন্নুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের প্রায় একমাস আগে মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। বুধবার (২৬ আগস্ট) নির্বাচন কমিশনারের কার্যালয়ে খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ এবং বৃহস্পতিবার শুনানি মেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ভোটার তালিকা প্রকাশের পর ৩১ আগস্ট (সোমবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ, ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা, ৬ সেপ্টেম্বর (রোববার) মনোনয়নপত্র বাছাই এবং পরদিন ৭ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ৯ সেপ্টেম্বর (বুধবার) নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনের দিন ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটগ্রহণ শেষে ওইদিনই ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিলে বলা হয়, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পরবর্তী ৪ (চার) বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে মো. তাজজিন্নুর রহমানকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপূর্বক জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ১০ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন সম্পূর্ণ করার দায়িত্ব প্রদান করা হয়েছে।

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন কমিটি পেল যশোর মেঘদূত ক্লাব

নতুন কমিটি পেল যশোর মেঘদূত ক্লাব

কৃত্রিম আলোয় মেতে উঠেছিলেন শেরপুরের ফুটবল প্রেমিরা

কৃত্রিম আলোয় মেতে উঠেছিলেন শেরপুরের ফুটবল প্রেমিরা

নারী খেলোয়াড়দের ঈদ উপহার দিলেন ময়মনসিংহের সাবেক ক্রিকেটাররা

নারী খেলোয়াড়দের ঈদ উপহার দিলেন ময়মনসিংহের সাবেক ক্রিকেটাররা

বাবা ছিলেন ঠেলাগাড়ি চালক, মেয়ে জিতলেন খেলরত্ন পুরস্কার

বাবা ছিলেন ঠেলাগাড়ি চালক, মেয়ে জিতলেন খেলরত্ন পুরস্কার