মিরপুর ক্রিকেটার্স এবার খুলনায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২০
মিরপুর ক্রিকেটার্স এবার খুলনায়

সবাই পেশাদার ক্রীড়া সাংবাদিক। খেলাধুলা নিয়ে লেখালেখিই তাদের প্রধান কাজ। তবে ইদানিং তারা খেলতেও শুরু করেছেন। সখের এ খেলা এতদিন সীমাবন্ধ ছিল ঢাকার বিভিন্ন মাঠে। তবে এবার আর ঢাকা নয়।

বলছি ‘মিরপুর ক্রিকেটার্স’-এর কথা। ক্রীড়া সাংবাদিকদের গড়া এ দল এবার ক্রিকেট খেলতে যাচ্ছেন বন্দর নগরী, সুন্দরবনের শহর খুলনায়। হাবিবুল বাশার সুমনের শহরে এবার তারা খেলবেন স্থানীয় সাংবাদিকদের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চিফ ক্রিকেট করসপন্ডেন্ট আরিফুল ইসলাম রনির নেতৃত্বে ১৪ সদস্যের দল ইতোমধ্যে খুলনার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।
sportsmail24
রোববার (২০ ডিসেম্বর) জেলা স্টেডিয়ামে খুলনা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে গড়া দলের বিপক্ষে মাঠে নামবে তারা। মিরপুর ক্রিকেটার্সের ম্যানেজার হিসেবে দলের সঙ্গে রয়েছেন নোমান মোহাম্মদ।

মিরপুর ক্রিকেটার্স স্কোয়াড
আরিফুল ইসলাম রনি (অধিনায়ক), আলী শাহরিয়ার বাপ্পা, রুপক হাসান, শান্ত মাহমুদ, সাজ্জাদ খান, মো. জুবাইর, ইয়াসিন হাসান, রবিউল ইসলাম রবি, রামিন তালুকদার, এম এইচ ভুবন, শাহাদাত হোসেন শাহাদ, মেজবাহ মিলন ও শেখ সাদী।

খুলনা প্রেস ক্লাব স্কোয়াড
সনি (অধিনায়ক), টুটুল, রঞ্জু, মতি, রুবেল, তন্ময়, মেহেদী, মারুফ, শান্ত, অনিক, মিলন, প্রিন্স, বিমল, রকি, তুষার ও শাহিন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মিরপুর ক্রিকেটার্সের জার্সি উন্মোচন

মিরপুর ক্রিকেটার্সের জার্সি উন্মোচন

কাতার বিশ্বকাপ ও টোকিও অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

কাতার বিশ্বকাপ ও টোকিও অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

স্টেডিয়ামের নাম পাল্টে শহীদুলকে সম্মান জানালো ওভাল

স্টেডিয়ামের নাম পাল্টে শহীদুলকে সম্মান জানালো ওভাল

ভারতীয় কোম্পানির বিরুদ্ধে অস্ট্রেলিয়া ক্রিকেট মাঠে প্রতিবাদ

ভারতীয় কোম্পানির বিরুদ্ধে অস্ট্রেলিয়া ক্রিকেট মাঠে প্রতিবাদ