ভারতীয় কোম্পানির বিরুদ্ধে অস্ট্রেলিয়া ক্রিকেট মাঠে প্রতিবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ এএম, ২৯ নভেম্বর ২০২০
ভারতীয় কোম্পানির বিরুদ্ধে অস্ট্রেলিয়া ক্রিকেট মাঠে প্রতিবাদ

ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রাণঘাতি করোনাভাইরাস পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টিম ইন্ডিয়া। স্বাগতিক অস্ট্রেলিয়া বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মাঠে নেমেছিল বিরাট কোহলিররা। বিশ্বকাপ সুপার লিগের প্রথম ম্যাচে অবশ্য স্বাগতিকদের কাছে ৬৬ রানের বড় ব্যবধানে হেরে গেছে ভারত।

দীঘদিন পর ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে ঘটে গেছে এক অভিনব ঘটনা। যা সাধারণত এর আগে দেখা যায়নি। ক্রিকেট ম্যাচে নিরাপত্তার ফাঁক গলিয়ে ভক্তরা তারকার ক্রিকেটারদের সান্নিধ্য পেতে মাঠে প্রবেশ করলেও এবার ঘটেছে ভিন্ন কিছু। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে দুই প্রতিবাদী প্লেকার্ড নিয়ে ঢুকে পড়েন মাঠে। প্লেকার্ড দুটিতে স্পষ্ট করে লিখা ছিল ‌‘আদানিদের এক বিলিয়ন লোন বন্ধ করা হোক।’

‘আদানি গ্রুপ’ ভারতের একেটি প্রতিষ্ঠান। যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি কয়লা খনির জন্য লগ্নি করছে। ওই প্রকল্প পরিবেশের ব্যাপক ক্ষতি করতে পারে বলে সারা অস্ট্রেলিয়ায় প্রতিবাদ চলছে। প্রতিবাদিদের দাবি, সেই কয়লা খনির কাজ শেষ হলে বিশ্ব উষ্ণায়ন নতুন করে সমস্যা তৈরি করবে। এমনকি গ্রেট বেরিয়ার রিফ-ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
sportsmail24
ভারতের আদানি গ্রুপকে এ প্রকল্পের জন্য ঋণ দিচ্ছে ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’। প্লেকার্ডে ঋণ না দেওয়ার বিষয়েও বলা হয়।প্রতিবাদকারী বেন বোর্ডে বলেন, ‘লাখ লাখ করদাতাদের টাকা ঋণ হিসাবে একজন বিলিয়নিয়ারের হাতে তুলে দিচ্ছে এসবিআই। কিন্তু এ ঋণ ওদের দেওয়া উচিত নয়। প্রকল্পটি হলে পরিবেশের বড় ক্ষতি হবে। আমরা তাই প্রতিবাদের মঞ্চ হিসাবে এ ম্যাচ বেছে নিয়েছি। ভারতীয়দের জানাতে চাই, এ প্রকল্প হলে পরিবেশের অনেক সমস্যা মাথা চাড়া দিয়ে উঠবে।’

করোনা পরবর্তী ভারতের বিপক্ষে এ ম্যাচ দিয়েই মাঠে ফেরানো হয়েছে দর্শক। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের ষষ্ঠ ওভারে নবদীপ সাইনি বোলিং করতে যাওয়ার সময় এমন ঘটনা ঘটে। মাঠে দর্শক ঢুকে পরায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হলেও এ ঘটনায় খোদ অস্ট্রেলিয়ার ইন্ধন থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। কারণ, এ দিন স্টেডিয়ামের বাইরেও আদানি ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে অনেক মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার রেকর্ড রানে ভারতের হার

অস্ট্রেলিয়ার রেকর্ড রানে ভারতের হার

অস্ট্রেলিয়ায় নতুন জার্সিতে সুপার লিগ শুরু ভারতের

অস্ট্রেলিয়ায় নতুন জার্সিতে সুপার লিগ শুরু ভারতের

টি-টোয়েন্টিতে বোলারদের সুবিধার্থে ওয়ার্নের অভিনব প্রস্তাব

টি-টোয়েন্টিতে বোলারদের সুবিধার্থে ওয়ার্নের অভিনব প্রস্তাব

পুলিশের আপত্তি, বিগ ব্যাশে খেলা হচ্ছে না সাকিবের

পুলিশের আপত্তি, বিগ ব্যাশে খেলা হচ্ছে না সাকিবের