নতুন সাধারণ সম্পাদক হিসাবে মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ মো. ইদ্রিস আলী বাবুকে পেল সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা। দুটি শূন্য পদের উপ-নির্বাচন শেষে তাদেরকে বিজয়ী বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুল ইসলাম।
মঙ্গলবার (২২ নভেম্বর) সাতক্ষীরা কালেক্টরেটের অফিসার্স ক্লাব মিলনায়তনে দুটি পদের বিপরীতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে একটানা ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে ১৩৪ জনের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে দুটি পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তার মধ্যে সাধারণ সম্পাদক পদে সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক মীর তানজির আহমেদ ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ নাসিরুল হক পেয়েছেন ৫৭ ভোট।
অপরদিকে, কোষাধ্যক্ষ পদে সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক মো. ইদ্রিস আলী বাবু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহ আলম হাসান শানু পেয়েছেন ৫৩ ভোট।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ উপ-নির্বাচনের নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুল ইসলাম।
নির্বাচন শেষে তিনি বলেন, সাজেক্রীসের উপ-নির্বাচনের দুটি পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়ায় ভোট সুষ্ঠু ও সুন্দর হয়েছে। তাতে সাজেক্রীসের নতুন সাধারণ সম্পাদক হিসাবে মীর তানজির আহমেদ এবং মো. ইদ্রিস আলী বাবু কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন।
জেলা ক্রীড়া সংস্থা বর্তমান কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু ও কোষাধ্যক্ষ আল আমিন কবির খান চৌধুরী ডেভিড মারা গেলে পদ দুটি শূন্য হয়।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা/আরএস