অর্থহীন ম্যাচে ম্যাড়ম্যাড়ে ব্যাটিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
অর্থহীন ম্যাচে ম্যাড়ম্যাড়ে ব্যাটিং

জয়ের চেয়ে হারের জন্যই যেন চেষ্টা করে গেল দু’দল। ম্যাচে গুরুত্বছিল না আগে থেকেই। নিয়মরক্ষার ম্যাচটি হল আরও ম্যাড়ম্যাড়ে। ১১৮ রান করেও ম্যাচ জিতে নিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার নয় উইকেটে ১০৩ রান করতে পারে ঢাকা ডমিনেটর্স।

১৫ রানে ম্যাচ জিতে নেয় চট্টগ্রাম। নামের পাশে একটা জয় বাড়তি ছাড়া কার্যত তেমন কোনো উপকারে আসলো না। দু’দলই যে টুর্নামেন্টের প্লে-অফের দৌড় থেকে আগেই বাদ হয়ে গেছে।

যতোটা গুরুত্বহীন ম্যাচ ততটাই দায়িত্বহীন ব্যাটিং। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যর্থ টপ অর্ডার। সেই ধারাবাহিকতায়তেই এগোতে থাকে তারা। প্রথম ছয় ব্যাটারের মধ্যে মাত্র একজন দুই অংকের ঘরে যেতে পারেন। উসমান খান ২৯ বলে করেন ৩০ রান।

এছাড়া দুই অংকের ঘরে যান কার্টিস ক্যাম্পারও (১১)। নয় নম্বরে নেমে জিয়াউর রহমানের ২০ বলে ৩৪ রানে একশো পার করে চট্টগ্রাম। শেষ পর্যন্ত চট্টগ্রাম আট উইকেটে ১১৮ রান করতে পারে। ২২ রানে চারটি উইকেট নেন আরাফাত সানি। আল-আমিন ও আমির হামজা একটি করে উইকেট নেন।


জবাবে ঢাকার শুরুটাও খুব ভালো হয়নি। তবে ছোট লক্ষ্য তাড়া করার জন্য যেভাবে এগোনোর প্রয়োজন ছিল সেভাবেই যাচ্ছিল ঢাকা। চার উইকেটে তাদের রান ছিল ৮৮। সেখান থেকেই ধাক্কা শুরু।

এরপর ১০১ রানের মধ্যে নেই নয় উইকেট। শেষ পর্যন্ত ১০৩ রানেই থেমে যায় ঢাকা। ঢাকার আর কোনো ম্যাচ নেই। তারা ছয় পয়েন্ট নিয়ে এবারের টুর্নামেন্ট শেষ করলো। এক ম্যাচ বাকি থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্টও ছয়।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

চার দলের শীর্ষ দু'য়ে থাকার লড়াই

চার দলের শীর্ষ দু'য়ে থাকার লড়াই

বিপিএলে ফিরছেন না তাসকিন, লক্ষ্য ইংল্যান্ড সিরিজ

বিপিএলে ফিরছেন না তাসকিন, লক্ষ্য ইংল্যান্ড সিরিজ

শীর্ষ দু'য়ের লড়াই জমিয়ে তুললো কুমিল্লা

শীর্ষ দু'য়ের লড়াই জমিয়ে তুললো কুমিল্লা

প্রস্তুতি ম্যাচে হার দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

প্রস্তুতি ম্যাচে হার দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের