প্রস্তুতি ম্যাচে হার দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
প্রস্তুতি ম্যাচে হার দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

টি টোয়েন্ট বিশ্বকাপে মাঠে নামার আগে পরীক্ষা-নিরীক্ষায় বসেছিল বাংলাদেশ নারী দল। কিন্তু সেই পরীক্ষায় মোটেই কাজে আসেনি। উল্টো বাজে ব্যাটিং ব্যর্থতার চিত্র ধরা পড়লো।বিশ্বকাপের আগেই ব্যাটিং দুর্বলতা সামনে চলে এলো।

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে শামীমা সুলতানার সর্বোচ্চ ৩৬ রানে বাংলাদেশ করতে পারে সাত উইকেটে মাত্র ১০০ রান। দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে এই লক্ষ্যে তাড়া করতে নেমে পাকিস্তান জিতেছে ২৪ বল বাকি থাকতেই। চার উইকেট হারিয়ে।বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

টস জিতে বাংলাদেশের মেয়েরা প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়। চমক দিয়ে এদিন ওপেন করতে নামেন সালমা খাতুন। কিন্তু তাকে দিয়ে ওপেন করানো সফল হল না। চতুর্থ ওভারে ১৩ রানের মাথায় আউট হন অলরাউন্ডার সালমা (৮)। এরপর সুবানা মোস্তারি ও শামীমা সুলতানা দ্বিতীয় উইকেটে ভালো জুটি গড়লেও তারা ছিলেন মন্থর। মোস্তারি ১৮ রান করতে খেলেন ২১ বল।

উইকেট থিতু হওয়ার পরও দ্রুত রান তুলতে পারেনি শামীমা। ৪১ বলে তিন চারে তিনি করতে পারেন ৩৬ রান। এই ফরম্যাটে আক্রমণাত্বক ব্যাটার অধিনায়ক নিগার সুলতানাও ১৮ বলে ১৫ করে ফেরেন। বাকিদের আর কেউই দুই অংক ছুঁতে পারেননি।

রুমানা আহমেদ ১৩ বল খেলে করেন ছয় রান। তবে নাহিদা আক্তার (৬*) ও মুর্শিদা খাতুনের (২*) শুধু স্ট্রাইক রেট ছিল একশোর উপরে। আর কোনো ব্যাটারের স্ট্রাইক রেট নব্বইয়ের ঘর স্পর্শ করেনি।

পাকিস্তান নিদা দার ও নাশরা সান্ধু দুটি করে উইকেট নেন। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পূরনো রোগ। এখান এই সমস্যা কাটিয়ে এবার বিশ্বকাপে ভালো কিছুর আমায় বাংলাদেশের মেয়েরা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক বিসমাহ মারুফের ব্যাটিংয়ে কোনো চাপেও পড়েনি পাকিস্তান মেয়েরা। বাংলাদেশের বোলাররা আরও চাপ মুক্ত করেছেন বেশি অতিরিক্ত রান দিয়ে। অতিরিক্ত থেকে এসেছে ১৫ রান।

বিসমাহ মারুফ (২৪), নিদা দার (২৪*) এবং আয়েশা নাসিম ২০* রান করেন। বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার ও রুমানা আহমেদ দুটি করে উইকেট নেন।

 

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের প্রথম প্রস্তুতিতে জ্যোতিদের প্রতিপক্ষ পাকিস্তান

বিশ্বকাপের প্রথম প্রস্তুতিতে জ্যোতিদের প্রতিপক্ষ পাকিস্তান

মেয়েদের বিশ্বকাপে অনন্য এক ইতিহাস গড়ছে আইসিসি

মেয়েদের বিশ্বকাপে অনন্য এক ইতিহাস গড়ছে আইসিসি

বিশ্বকাপে সামর্থ্য দেখাতে মুখিয়ে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপে সামর্থ্য দেখাতে মুখিয়ে বাংলাদেশের মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ