এপ্রিল-মে বিপিএল সম্ভব নয়, ড্রাফট ‌‘১৭ নভেম্বর’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৫ অক্টোবর ২০২৫
এপ্রিল-মে বিপিএল সম্ভব নয়, ড্রাফট ‌‘১৭ নভেম্বর’

দায়িত্ব গ্রহণের আড়াই মাসের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি। তবে স্বল্প সময়ের মধ্যে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

স্বল্প সময়ের মধ্যে বিপিএল আয়োজন নিয়ে আমজাদ হোসেন বলেন, “চ্যালেঞ্জ না। সময়ের সঙ্গে আমাদের মুভ করতে হবে। এই সিজনেই আমাদের কমপ্লিট করতে হবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে। ইতিমধ্যে ইওআই (Expressions of Interest) প্লেস করা হযেছে। যা ২৮ তারিখ (অক্টোবর) জমা দেওয়ার শেষ তারিখ।”

বুধবার (১৫ অক্টোবর) ক্রীড়া সাংবাদিকদের তিনটি সংগঠন পরিদর্শন শেষে ‘বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন -বিএসজেএ’-তে বিপিএল নিয়ে এমন কথা বলেন তিনি।

এবার পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রি করছে বিসিবি। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, “আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের দুই কোটি টাকার পে-অর্ডারসহ আবেদন জমা দিতে হবে। ফ্র্যাঞ্চাইজি ফি প্রতি বছর ১৫ শতাংশ করে বৃদ্ধি পাবে, যেহেতু পাঁচ বছরের জন্য টিম অ্যাওয়ার্ড করা হবে। এর বাইরে হচ্ছে, ব্যাংক গ্যারান্টি মেন্ডেটরি। এটার সময় হচ্ছে ছয় মাস, এর মধ্যে কাভার করতে হবে।”

বিপিএলের ১২তম আসন্ন আসর অনুষ্ঠিত হবে ডিসেম্বর-জানুয়ারিতে। স্বল্প সময়ের মধ্যে আয়োজন এবং জাতীয় নির্বাচন থাকায় সময় পরিবর্তন হতে পারে কি-না -এমন প্রশ্নে জবাবে আমজাদ হোসেন বলেন, “বাংলাদেশের ক্লাইমেট কন্সিডার করলে দেখবেন যে, এপ্রিল-মে মাসে সব সময় বৃষ্টি থাকে। এছাড়া ওই সময় পাকিস্তান, নিউজিল্যান্ড সিরিজ আছে। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ আছে। তো এটাই আমাদের উইন্ডো (ডিসেম্বর-জানুয়ারি)।”

প্লেয়ার্স ড্রাফট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সম্ভাব্য তারিখ ১৭ নভেম্বর।”

এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে আমজাদ হোসেন বলেন, “গত দুই বছর ধরে তো আইএল চলছে, এসএ টি২০ চলছে। একই সময় বিপিএল মাঠে গড়িয়েছে। এর মধ্যেই কিন্তু ভালো সাড়া ছিল। প্রমিনেন্ট টি-টোয়েন্টি প্লেয়ারদের আসতে দেখেছি। এবারও আশা করি সমস্যা হবে না।”


বিষয়ঃ

শেয়ার করুন :