স্বাগতিক সিলেটকে হারিয়ে জয়ে ফিরলো ঢাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯
স্বাগতিক সিলেটকে হারিয়ে জয়ে ফিরলো ঢাকা

ফাইল ফটো

অধিনায়ক সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে বিপিএলের চলমান আসরে আবারও জয়ের ধারায় ফিরলো ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টের ১৯তম ম্যাচে শুক্রবার দিনের প্রথম খেলায় স্বাগতিক সিলেট সিক্সার্সকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস।

চলমান আসরে প্রথম চার ম্যাচে টানা জয়ের পর পঞ্চম ম্যাচে মিরাজের রাজশাহী কিংসের কাছে হেরেছিল ঢাকা। তবে ষষ্ঠ ম্যাচে টস হেরে বোলিং পাওয়ার পর বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৪১ বলে অপরাজিত ৬১ রান করে দলকে আবার জয়ের ধারায় ফিরালেন সাকিব।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে নেমে ভালো শুরুর পথেই ছিলেন সিলেটের দুই ওপেনার লিটন দাস ও সাব্বির রহমান। মারমুখী মেজাজে ছিলেন লিটন। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। ৪টি চার ও ১টি ছক্কায় ১৪ বলে ২৭ রান করেন লিটন।

দু’অংকের কোটা অতিক্রম করে ফিরেছেন সাব্বির ও আফিফ হোসেন। সাব্বির ১১ ও আফিফ ১৯ রান করেন। উপরের সারির তিন ব্যাটসম্যান ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে সিলেটের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক অস্ট্রেলিয়ার খেলোয়াড় ডেভিড ওয়ার্নার। ১৯তম ওভার পর্যন্ত ব্যাট করেন তিনি। তাকে সঙ্গ দিয়েছিলেন জাকের আলী।

ষষ্ঠ উইকেটে ৬৩ রান যোগ করেন ওয়ার্নার ও জাকের। তবে ৪৩ বল মোকাবেলা করে ৮টি চার ও ১টি ছক্কায় ৬৩ রানে থেমে যান ওয়ার্নার। জাকের আলি ১৮ বলে করেন ২৫ রান। ঢাকার পক্ষে বল হাতে দক্ষিণ আফ্রিকার এন্ড্রু বির্চ ৪২ রানে ৩ ও অধিনায়ক সাকিব আল হাসান ৩৪ রানে ২ উইকেট নেন।

১৫৮ রানের জবাব দিতে নেমে দ্রুত রান তুলতে থাকেন ঢাকার ওপেনার ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। ৩টি চার ও ১টি ছক্কাও মারেন তিনি। কিন্তু দ্বিতীয় ওভারের শেষ বলে দলীয় ২৩ রানে ওপেনার মিজানুর রহমানকে হারায় ঢাকা। ১ রান করেন মিজানুর।
পরের ওভারের প্রথম বলে ফিরেন নারাইনও। ১০ বলে ২০ রান করেন তিনি।

তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি রনি তালুকদার। ১৩ বলে ১৩ রান করেন রনি। ৩৭ রানে ৩ উইকেট হারায় ঢাকা। এ অবস্থায় দলকে চাপমুক্ত করেন অধিনায়ক সাকিব আল হাসান ও আফগানিস্তানের ডারউইশ রাসোলি। এই জুটিতে ৭৫ রান যোগ করেন। ফলে ম্যাচ জয়ের পথ পেয়ে যায় ঢাকা।

রাসোলি ১৫ বলে ১৯ রান করে ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন সাকিব। ৮টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৬১ রান করেন সাকিব। ২টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে অপরাজিত ৪০ রান করেন রাসেল। সিলেটের পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ ইরফান নেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
সিলেট সিক্সার্স : ১৫৮/৮, ২০ ওভার (ওয়ার্নার ৬৩, লিটন ২৭, বিরচ ৩/৪২)।
ঢাকা ডায়নামাইটস : ১৬৩/৪, ১৭ ওভার (সাকিব ৬১*, রাসেল ৪০*, ইরফান ২/৩৮)।
ফল : ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : সাকিব আল হাসান (ঢাকা)।


শেয়ার করুন :


আরও পড়ুন

অনবদ্য ঢাকাকে রুখে দিল মিরাজরা

অনবদ্য ঢাকাকে রুখে দিল মিরাজরা

চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে দিল সিলেট

চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে দিল সিলেট

অবশেষে জয়ের মুখ দেখলো মাহমুদউল্লাহর খুলনা

অবশেষে জয়ের মুখ দেখলো মাহমুদউল্লাহর খুলনা

মুশফিক-ফ্রাইলিঙ্কের কাছে কুমিল্লার হার

মুশফিক-ফ্রাইলিঙ্কের কাছে কুমিল্লার হার